নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রে মোদি সরকার আসার পর দেশের সাধারণ মানুষ এবং কৃষকদের সুবিধার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প চালু করে চলেছে। এই সকল প্রকল্পের মধ্যেই চাষীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা বছরে তিনবার ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা পেয়ে থাকেন। আর্থিকভাবে কৃষকদের সাহায্য করার জন্য এই ব্যবস্থা। নির্দিষ্ট সময়ে এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে থাকেন।
এবার এসকল কৃষক যারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাদের জন্য আরও একটি সুখবর নিয়ে হাজির হয়েছে পোস্ট অফিস। এখন থেকে আর এই সকল কৃষকদের এই টাকা নগদ করার জন্য ব্যাঙ্ক অথবা এটিএম কাউন্টারে যাওয়ার দরকার নেই। তাদের বাড়িতেই তাদের টাকা পৌঁছে দেবেন পিওনরা। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে এই টাকা কৃষকদের বাড়িতেই পৌঁছে দেওয়া হবে।
আগে যেমন পিওনরা বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিতেন, ঠিক তেমনি এবার পিওনরা আধার বেসড এনবেলড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বাড়িতে টাকা পৌঁছে দেবেন। তবে বাড়িতে বসে এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই ওই কৃষকের অ্যাকাউন্ট থাকতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে। পাশাপাশি থাকতে হবে আধার লিঙ্ক।
এই বিষয়ে পোস্ট অফিসের থেকে জানানো হয়েছে, কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকা পৌঁছে দেওয়া হবে। ডাক বিভাগের কর্মীদের কাছে মাইক্রো এটিএম রয়েছে। তা থেকেই টাকা তুলে নিতে পারবেন কৃষকরা। এই টাকা তোলার জন্য কৃষকদের আর এটিএম অথবা ব্যাংকে যেতে হবে না। অন্যদিকে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, পিএম কিষানে নথিভুক্ত কৃষকদের ই-কেওয়াইসির সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছে।