নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে দূরে ভ্রমণ করতে যাওয়া মানেই অধিকাংশ মানুষ রেল পরিষেবাকে বেছে নেন। আরামদায়ক এবং সস্তায় পরিষেবা হওয়ার কারণে এই রেল পরিষেবার এত জনপ্রিয়তা। আর এবার এই রেল পরিষেবার মাধ্যমেই ভ্রমণে যাওয়া যাবে ভুটান।
করোনা কাঁটা কাটিয়ে ধীরে ধীরে চালু হয়েছে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা। বেশ কয়েকটি রুটে এই ভারত বাংলাদেশ ট্রেন চলাচল করছে। সম্প্রতি নেপালের সঙ্গেও চালু হয়েছে ট্রেনে যোগাযোগ। আর এবার এসবকে ছাড়িয়ে ট্রেনে করেই সরাসরি চলে যাওয়া যাবে ভুটান। স্বপ্নের এই প্রকল্প নিয়ে এখন আশার আলো দেখছে ভারতীয় রেল।
খুব তাড়াতাড়ি ভারত ভুটান রেল প্রকল্পের কাজ চালু হতে চলেছে। অসময়ের কোকরাঝাড় থেকে শুরু করে এই রেলপথ চলে যাবে ভুটানের গেলেফু পর্যন্ত। এই রেল লাইনের দৈর্ঘ্য মাত্র ৫৭.৫ কিলোমিটার হলেও এই রেল পথ ধরেই দুই দেশ একসূত্রে গাঁথছে এবং ট্রেনে করেই সরাসরি ভুটান বেড়াতে যাওয়া যাবে।
এই রেললাইন পাতার আগে ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর ফ্রন্টিয়ার রেলওয়েকে। জানা যাচ্ছে, ভারত ভুটান রেললাইন পাতার এই চুক্তি বহু বছর আগের। দুই দেশের মধ্যে ২০০৫ সালে এমন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মোট পাঁচটি রুটে ট্রেন চলাচল করার বিষয়ে চুক্তি হয়।
এত বছর আগেকার এই চুক্তিতে পাঁচটি রুটে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল করার চুক্তি হলেও এখনো পর্যন্ত একটি রুটেও তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। কেন হয়নি তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। তবে এসে সকল প্রশ্নকে দূরে সরিয়ে এবার আসামের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফুর পর্যন্ত রেললাইন পাতার কাজ শুরু হতে চলেছে। এই রেললাইন পাতার ক্ষেত্রে ভারতের দিকে সমতল এলাকায় রেললাইন থাকলেও ভুটান শুরু হলেই তা পাহাড়ি এলাকায় রেললাইন পাতা হবে। সম্পূর্ণ লাইন হবে ব্রডগেজ এবং এর জন্য ইতিমধ্যেই এক হাজার কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়েছে।