এই রিচার্জ প্ল্যানটির দাম ১৫০ টাকা বাড়িয়ে দিলো Jio

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে Jio। তবে সম্প্রতি সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় তারা তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম পরিবর্তন করছে। ঠিক সেই রকমই এবার তারা একটি রিচার্জ প্ল্যানের দাম চুপিসারে ১৫০ টাকা বাড়িয়ে দিল।

Advertisements

Jio ভারতের বাজারে যেমন 4G পরিষেবা লঞ্চ করে টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন আনে, ঠিক তেমনি আবার তারা দেশের দুঃস্থ দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে কম দামে JioPhone বাজারে নিয়ে আসে। এই ফোন বাজারে কম দামে নিয়ে আসার পাশাপাশি সস্তায় রিচার্জ প্ল্যান আনা হয়। যাতে ফোন কেনা এবং রিচার্জ করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধায় না পড়েন ব্যবহারকারীরা।

Advertisements

JioPhone-এর ক্ষেত্রে একটি রিচার্জ প্ল্যান ছিল, যার মূল্য ছিল ৭৪৯ টাকা। এতে জিও ফোন ব্যবহারকারীরা এক বছরের ভ্যালিডিটি পেতেন। তার সঙ্গে ছিল আনলিমিটেড কল, এসএমএস, ইন্টারনেট ইত্যাদি নানান সুবিধা। কিন্তু এবার এই রিচার্জ প্ল্যানের দাম সংস্থার তরফ থেকে এক ধাক্কায় ১৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

Advertisements

সম্প্রতি সংস্থার তরফ থেকে এই রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পর তা করা হয়েছে ৮৯৯ টাকা। দাম বাড়ানোর পাশাপাশি অফারও কমানো হয়েছে। অর্থাৎ এখন থেকে জিও ফোন গ্রাহকদের এই রিচার্জ প্ল্যান রিচার্জ করার জন্য বেশি টাকা খরচ করলেও বাড়তি কিছু পাবেন না, বরং ভ্যালিডিটি কম পাবেন।

৮৯৯ টাকার রিচার্জ প্ল্যানে জিও ফোন গ্রাহকরা পাবেন ৩৩৬ দিনের বৈধতা। এর সঙ্গে রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ। প্রতিমাসে ৫০টি করে এসএমএস করার সুবিধা। এছাড়া রয়েছে সব মিলিয়ে ২৪ জিবি ডেটা এবং বিভিন্ন জিও অ্যাপ সাবস্ক্রিপশন।

Advertisements