নিজস্ব প্রতিবেদন : মানুষের শখের শেষ নেই। তবে তাদের এই শখ পূরণ করার ক্ষেত্রে প্রচুর অর্থ খরচ করতে দেখা যায় তাদের। তবে অনেকের আবার পর্যাপ্ত অর্থ না থাকার কারণে সমস্যা হয় তাদের এই শখ পূরণের জন্য। অন্যদিকে এসব ছাড়াও জরুরী ভিত্তিতে জরুরী কাজের জন্য টাকার প্রয়োজন হয়ে থাকে। এই সকল ক্ষেত্রে সাধারণ মানুষের সবচেয়ে সুরাহা হয়ে দাঁড়ায় লোন।
বর্তমানে ইনস্ট্যান্ট লোন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধরনের লোন দেওয়ার ক্ষেত্রে মোবাইল অ্যাপগুলি দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে। এইসকল অ্যাপের মাধ্যমে বহু মানুষ খুব সহজে তৎক্ষণাৎ লোন পেতে পারেন। সেই রকমই একটি সুবিধা নিয়ে হাজির দেশের অন্যতম জনপ্রিয় সংস্থা Paytm। তারা মাত্র ২ মিনিটে ২.৫ লক্ষ টাকা লোন দেওয়ার মত সুবিধা নিয়ে হাজির গ্রাহকদের সামনে।
পেটিএম-এর লোন পাওয়ার জন্য গ্রাহকদের কোন রকম ভাবে ব্যাঙ্কে যাওয়া অথবা ছোটাছুটি করার প্রয়োজন নেই। সম্পূর্ণ প্রক্রিয়া হবে অনলাইনে। আবেদন করা থেকে শুরু করে অ্যাকাউন্টে টাকা আসা সমস্তটাই হবে অনলাইনে। এই অফারের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে।
এমন লোন পাওয়ার ক্ষেত্রে পেটিএম ব্যবহারকারীদের Personal Loan ট্যাবে ক্লিক করতে হবে এবং সেখানে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট চাওয়া হবে। এমনকি কত টাকা লোন পাওয়ার জন্য আপনি যোগ্যতাও তারা দেখিয়ে দেবে। এরপর আপনি আপনার চাহিদা অনুযায়ী লোন নিতে পারবেন। সমস্ত প্রক্রিয়া সফল হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে।
Paytm অ্যাপের মাধ্যমে এইভাবে ইনস্ট্যান্ট লোন পাওয়ার পর সেই টাকা শোধ করার জন্য ১৮ থেকে ৩৬ মাস সময় পাওয়া যাবে। তবে শুধু পেটিএম নয়, এর পাশাপাশি এই ধরনের লোন দেওয়ার ব্যবস্থা রয়েছে PhonePe, GooglePay-র মতো সংস্থাগুলিতেও।