নিজস্ব প্রতিবেদন : ভারতের রেল পরিষেবাকে ঢালাও সাজিয়ে তোলার দিকে এগোচ্ছে কেন্দ্র। ২০১৪ সালে বিজেপি কেন্দ্রে আসার পর থেকেই রেল পরিষেবাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। এই সকল পরিকল্পনার মধ্যে যেমন রয়েছে যাত্রীদের নিরাপত্তা, ঠিক তেমনি রয়েছে স্বাচ্ছন্দ। এছাড়াও রয়েছে যাত্রাপথের সময় কমানোর লক্ষ্য।
যাত্রাপথের সময় কমানো, যাত্রীদের নিরাপত্তা প্রদান এবং আরামদায়ক যাত্রার জন্য ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস সহ নতুন নতুন ট্রেন ট্র্যাকে ছোটানোর দিকে হাঁটছে রেল মন্ত্রক। ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটতে শুরু করেছে। আর এবার পালা বুলেট ট্রেনের। বুলেট ট্রেনের কাজও দ্রুত এগোচ্ছে।
সোমবার বুলেট ট্রেন প্রকল্পের অগ্রগতি দেখতে গুজরাটের সুরাট শহরে পৌঁছান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি পরিদর্শন করেন আমেদাবাদ মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের অগ্রগতির কাজ। এর পরেই তিনি জানান, কবে এই বুলেট ট্রেন ছুটবে ভারতের রেল ট্র্যাকে। কাজের অগ্রগতি দেখে তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের মধ্যেই ভারতে ছুটতে শুরু করবে প্রথম বুলেট ট্রেন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে জানান, “আমাদের লক্ষ্য রয়েছে ২০২৬ সালের মধ্যেই সুরাট এবং বিলিমোরা রেলস্টেশনের মধ্যে বুলেট ট্রেন ছোটানোর। কাজের অগ্রগতি খুব ভালো এবং আমরা আশা করছি এই সময়ের মধ্যেই এই লক্ষ্যমাত্রায় পৌঁছে যেতে পারব।”
রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই বুলেট ট্রেন ছুটানোর জন্য ৬১ কিলোমিটার পথে স্তম্ভ তৈরি করার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এই কাজ হবে আরও ১৫০ কিলোমিটার লাইনে। গুজরাটের আমেদাবাদ এবং মহারাষ্ট্রের মুম্বাই পর্যন্ত ৫০৮ কিলোমিটার রাস্তায় এই বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এই মোট পথে মাত্র ১২ টি স্টেশনে স্টপেজ দেবে এই বুলেট ট্রেন। এই পুরো রাস্তার মধ্যে ৩৫২ কিলোমিটার রাস্তা রয়েছে গুজরাটের মধ্যেই।