নিজস্ব প্রতিবেদন : রাজ্যের তুলনায়ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেক বেশি বেতন পেয়ে থাকে। পে কমিশনের তারতম্যের ভিত্তিতে এমনটা হয়ে থাকে। এবার সপ্তম পে কমিশন অনুযায়ী এই ফারাক আরও বাড়তে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতন ছাড়াও ৩০ হাজার টাকা করে পাবেন। তবে এই টাকা সকলের জন্য নয়, রয়েছে শর্ত।
জানা যাচ্ছে, এই বেতন ছাড়া এই যে টাকা পাওয়া যাবে তা ইন্সেন্টিভ আকারে পাওয়া যাবে। এই ইন্সেন্টিভ আগেও ছিল। তবে এখন তারা পাঁচ গুণ বেড়ে গিয়েছে। শর্ত অনুসারে তারা এই ইন্সেন্টিভ পাবেন যারা চাকরি করার সঙ্গে সঙ্গে নতুন ডিগ্রী লাভ করছেন। তাদের জন্য কেন্দ্রের তরফ থেকে এই ইন্সেন্টিভের ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রের এই নিয়ম অনুসারে যারা চাকরি করার সঙ্গে সঙ্গে পিএইচডি অথবা সমতুল্য কোন ডিগ্রী করছেন তারা এই টাকা পাবেন। এই সকল চাকরিজীবীদের ক্ষেত্রে ইন্সেন্টিভ ২০ হাজার টাকা পর্যন্ত রয়েছে। এই নিয়ম চালু করার ক্ষেত্রে ২০ বছরের পুরাতন আইন কার্যকর করছে কেন্দ্র। তবে পুরাতন আইনে টাকার পরিমাণ অনেক কম ছিল, তা এখন কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।
কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুসারে, ৩ বছর বা তার থেকে কম সময়ের ডিগ্রি, ডিপ্লোমা পেলে ১০ হাজার টাকা ইন্সেন্টিভ দেওয়া হবে। এর থেকে বেশি সময়ের ডিগ্রির জন্য ১৫ হাজার টাকা। ১ বছর বা তার কম সময়ের স্নাতকোত্তর ডিগ্রি/ডিপ্লোমার জন্য ২০ হাজার টাকা এবং ১ বছরের বেশি সময়ের জন্য স্নাতকোত্তর ডিগ্রি/ লডিপ্লোমার ক্ষেত্রে মিলবে ২৫ হাজার টাকা। পিএইচডি বা তার সমতুল যোগ্যতা অর্জন করলে ৩০ হাজার টাকা ইন্সেন্টিভ মিলবে।
তবে কেন্দ্রের নির্দেশিকায় উল্লেখ করে দেওয়া হয়েছে, সাহিত্য বিষয়ে ডিগ্রী অথবা উচ্চ ডিগ্রি থাকলে এই ইন্সেন্টিভ পাওয়া যাবে না। এর পাশাপাশি ইন্সেন্টিভ দেওয়ার ক্ষেত্রে খতিয়ে দেখা হবে ওই সরকারি কর্মচারী যে পদে নিযুক্ত রয়েছেন সেই পদের সঙ্গে তার ডিগ্রির কি সম্পর্ক রয়েছে। নির্দেশিকা অনুযায়ী এই নিয়ম বলবৎ করা হবে ২০১৯ সালের সমকাল থেকেই।