কত হবে বুলেট ট্রেনের টিকিটের দাম, জানালেন রেলমন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের রেল পরিষেবাকে গত কয়েক বছর ধরে ঢালাও ভাবে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র। দেশের গণপরিবহনের মেরুদন্ড এই রেল পরিষেবার ওপর প্রতিদিন কোটি কোটি মানুষ নির্ভরশীল। সেই কথা মাথায় রেখেই রেল পরিষেবা বৈপ্লবিক পরিবর্তন আনছে ভারতীয় রেল।

Advertisements

রেল পরিষেবা এই পরিবর্তনের ক্ষেত্রে ইতিমধ্যে দেশের মাটিতে ছুটতে আরম্ভ করেছে বন্দে ভারত এক্সপ্রেস সহ দ্রুতগতির একাধিক ট্রেন। পাশাপাশি তেজস এক্সপ্রেসের মত কর্পোরেট ট্রেনও ছুটছে দেশের মাটিতে। এবার পালা বুলেট ট্রেনের। বুলেট ট্রেন ট্র্যাকে ছোটানোর বিষয়ে তৎপরতার সঙ্গে কাজে করছে এবং তা নিয়েই রেলমন্ত্রী একগুচ্ছ আশা প্রকাশ করেছেন।

Advertisements

কাজের গতি দেখে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে বুলেট ট্রেন। গুজরাতের সুরাট ও বিলিমোরার মধ্যে ২০২৬ সালেই বুলেট ট্রেন ছুটবে। এই প্রজেক্ট শেষ হওয়ার পরেই দ্বিতীয় হাই স্পিড ট্রেন প্রজেক্ট শুরু করার কাজ শুরু করবে রেল মন্ত্রক।

Advertisements

২০২৬ সালে বুলেট ট্রেন লাইনে নামলেও সেই বছরই সাধারণ যাত্রীদের জন্য তা চালানো হবে না বলে জানা যাচ্ছে। দীর্ঘ ট্রায়াল চালানোর পর ২০২৭ সালে সাধারণ যাত্রীদের জন্য এই বুলেট ট্রেন ছুটবে ট্র্যাকে। এমনটাই জানিয়েছেন National High Speed Rail Corridor (NHSRCL)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সতীশ অগ্নিহোত্রী।

তবে এই সকল প্রস্তুতির দিকে তাকিয়ে প্রত্যেকের মধ্যেই কৌতূহল তৈরি হচ্ছে, কত ভাড়া হতে পারে বুলেট ট্রেনের টিকিটের। এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইঙ্গিত দিয়েছেন, First AC ট্রেনের ক্ষেত্রে যেমন ভাড়া গুনতে হয় সেই রকমই ভাড়া গুনতে হবে বুলেট ট্রেনের ক্ষেত্রেও। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভাড়া যে খুব একটা বেশি হবে না তা একপ্রকার নিশ্চিত। এর পাশাপাশি জানা যাচ্ছে বিমানের ভাড়া তুলনায় বুলেট ট্রেনের টিকিটের দাম কম থাকবে।

Advertisements