রেলের সাইনবোর্ডে লেখা থাকে W/L, W/B, এর মানে কি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রেনে আমরা প্রত্যেকেই যাতায়াত করে থাকি। কাজের ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় অথবা ভ্রমণের ক্ষেত্রে যাতায়াতের জন্য আমরা রেল পরিষেবার ওপর নির্ভরশীল। কথায় আছে, অর্ধেক ভারতীয় ট্রেনে যাতায়াত করেন। সত্যিই তাই, কারণ প্রতিদিন এই ভারতীয় রেল পরিষেবার ওপর নির্ভরশীল কোটি কোটি মানুষ।

Advertisements

এই ট্রেনে যাতায়াত করার সময় আমরা বিভিন্ন রেলস্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় অথবা স্টেশন পার করার সময় নানান ধরনের বোর্ড দেখতে পায়। এই সকল বোর্ড একটি ট্রেনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তবে সেই সকল বোর্ডের লেখা অক্ষরের মানে আমরা জানি না। মানে না জানলেও তা জানার কৌতূহল রয়েছে অনেকের মধ্যেই।

Advertisements

যেমন রেলের সাইনবোর্ডে অনেক সময় লেখা থাকতে দেখা যায় W/L, W/B। কোন জায়গায় লেখা থাকে W/L, আবার কোন জায়গায় লেখা থাকে W/B। এই সকল প্রতিটি সাইনবোর্ডে লেখা থাকা শব্দ বা অক্ষরগুলির আলাদা আলাদা অর্থ রয়েছে। যেসকল অর্থ ভারতীয় রেল নির্দিষ্ট কিছু আচরণের ভিত্তিতে তৈরি করে থাকে।

Advertisements

সাইনবোর্ডে লেখা থাকা W/B এর অর্থ হল Whistle/Bridge। এই সাইন দিয়ে বোঝানো হয় সামনে কোন ব্রিজ রয়েছে। W এর অর্থ এখানে Whistle। এর মধ্য দিয়ে ট্রেনের লোকো পাইলটকে সতর্ক করা হয়। আসলে এই সকল প্রতিটি শব্দ ট্রেনের লোকো পাইলটের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক একইভাবে আরও একাধিক সাংকেতিক চিহ্ন রয়েছে, যেমন W/L অথবা C/Fa।

এই দুটি সিগন্যালের অর্থ হল লোকো পাইলটকে হুইসেল বাজাতে হবে। এর মধ্য দিয়ে বোঝানো হয় সামনে কোন রেলগেট রয়েছে। সাধারণত রেলগেট থেকে ২৫০ মিটার দূরত্বের মধ্যে এমন সিগন্যাল দেওয়া থাকে। এছাড়াও T/P অথবা T/G, এই ধরনের সাইনবোর্ডও দেখা যায়। এর অর্থ হলো ট্রেনের গতি কমাতে হবে।

Advertisements