নিজস্ব প্রতিবেদন : দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন রেল পরিষেবা অর্থাৎ ট্রেনের উপর নির্ভরশীল। বিভিন্ন কাজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ট্রেনকেই বেছে নেন। খরচ কম এবং আরামদায়ক যাত্রার জন্য এমনটা করে থাকেন তারা। এছাড়াও ভ্রমণের জন্য অধিকাংশ মানুষ ট্রেনের উপর নির্ভরশীল থাকেন।
এবার ভারতীয় রেলের তরফ থেকে ভ্রমণপিপাসু এই মানুষদের জন্য সুখবর দিল। বিশেষ করে যারা নেপাল ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য। কারণ ভারতীয় রেল এবার ভারত থেকে নেপাল ভ্রমণ করার ব্যবস্থা করেছে। এই ভ্রমণের জন্য যাত্রীদের সমস্ত দায়িত্ব নেবে ভারতীয় রেল। পাশাপাশি এর জন্য কত খরচ হবে তা-ও জানিয়েছে ভারতীয় রেল।
ভারতীয় রেলের তরফ থেকে নতুন এই যে ভ্রমণ যাত্রা শুরু করা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ভারত গৌরব যাত্রা। এই যাত্রার মধ্য দিয়েই দুই দেশকে রেলপথে সংযুক্ত করবে। দেশের প্রথম এজেন্সী হিসেবে আইআরসিটিসি এই কৃতিত্ব অর্জন করতে চলেছে। চলতি মাসের ২১ তারিখ অর্থাৎ ২১ জুন এই যাত্রা শুরু করা হচ্ছে।
ওই দিন এই যাত্রার জন্য সফদরজঙ্গ স্টেশন থেকে ট্রেনটি ছাড়া হবে। শ্রী রামায়ণ যাত্রা সার্কিটের উপর দিয়ে এই ট্রেন ভারত এবং নেপালের মধ্যে মোট ৮ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। যাত্রাপথে অযোধ্যা, বক্সার, জনকপুর, সীতামারাহি, কাশী, প্রয়াগ, চিত্রকূট, নাসিক, হাম্পি, রামেশ্বরম, কাঞ্চীপূরম এবং ভদ্রচলম ইত্যাদি শহরগুলি ঘুরিয়ে দেখানো হবে। এই ট্রেনে মোট ৬০০ জন যাত্রী সফর করবেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
এই সফরের জন্য ভারতীয় রেলের তরফ থেকে যাত্রী পিছু ৬৫ হাজার টাকা করে ধার্য করা হয়েছে। এর পাশাপাশি যদি কোনো যাত্রী একবারে টাকা দিতে না পারেন তাদের জন্য ইএমআই ব্যবস্থাও রাখা হয়েছে আইআরসিটিসির তরফ থেকে। এই ভ্রমণের জন্যই প্রথম এমন ইএমআই ব্যবস্থা চালু হচ্ছে বলে জানা যাচ্ছে।