নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বেশ কয়েক দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর ৯২ বছর বয়সে তিনি সকলকে ছেড়ে চলে যান। তবে তিনি চলে গেলেও তাঁর সৃষ্টি কোনদিন নষ্ট হওয়ার নয়। এবার এই কিংবদন্তি তারকাকে শ্রদ্ধা জানাতে একের পর এক গান গাইলেন অরিজিৎ সিং।
লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে হটস্টার Naam Reh Jayegaa নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই অরিজিৎ সিং তাকে শ্রদ্ধা জানানোর জন্য একের পর এক গান ধরেন। সেই গানের মূর্ছনা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না দর্শকরা। বাংলায় যেভাবে গান গেয়ে অরিজিৎ শ্রদ্ধা জানিয়েছেন তা শুনে আবার অনেকেই রূপঙ্করকে খোঁচা দিয়েছেন।
এই প্রসঙ্গে কেকের মৃত্যুর প্রসঙ্গ টেনে এনে রূপঙ্কর বাগচীকে দর্শকরা অনেকেই খোঁচা দিয়ে জানিয়েছেন, ‘এভাবেও বাংলাভাষার পাশে থাকা যায়।’ আসলে এদিনের এই অনুষ্ঠান মঞ্চে অরিজিৎ সিং লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর জন্য লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গানগুলিকে হাতিয়ার করে নিয়েছিলেন। যা বর্তমান সময়ে অনবদ্য বলে স্বীকার করে নিয়েছেন দর্শকরা।
এই শ্রদ্ধা অনুষ্ঠানে অরিজিৎ সিং লতা মঙ্গেশকরের কন্ঠে গাওয়া বাংলা গান ছাড়াও একাধিক হিন্দি গানও গান। মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎ সিং গেয়েছেন ‘তুঝসে নারাজ নেহি…’, ‘জো ওয়াদা কিয়া নিভানা পারেগা’, ‘মেরি আওয়াজ হি পেহেচান হে’, ‘দে দোল দোল দোল’, ‘যা রে যারে উড়ে যারে পাখি’, ‘হায় হায় প্রাণ যায়’ এই সকল গান।
অন্যদিকে এই সকল গান গাওয়ার পাশাপাশি অরিজিৎ সিং গানের ফাঁকে স্মৃতির অতলে ডুব দিয়ে বলেন, “আমার মা লতা মঙ্গেশকরের অনেক বড় ভক্ত ছিলেন। আমার মূলত লতাজির গানের সঙ্গে পরিচয় মায়ের জন্য। তাঁর সব গানের সঙ্গেই আমার মায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে।”