কেন্দ্রের সুকন্যা সমৃদ্ধি যোজনায় স্বল্প সঞ্চয়ে ১৫ লক্ষ টাকা রিটার্ন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কন্যা সন্তানদের ভবিষ্যত সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পের আওতায় সঞ্চয় করা হলে অনেক বেশি সুদ পাওয়া যায়। এমনকি যদি কেউ নির্দিষ্ট হিসাব অনুযায়ী সামান্য সঞ্চয় করে থাকেন তাহলে ১৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন।

Advertisements

সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অভিভাবকরা ছোট থেকেই সঞ্চয় করে থাকেন। তবে অনেক ক্ষেত্রে সঞ্চয়ের সঠিক জায়গা বেছে না নেওয়ার কারণে সুদ এবং সুদ আসল অনেক কম পাওয়া যায়। সেই জায়গায় এই সুকন্যা সমৃদ্ধি যোজনা এখন সবচেয়ে লাভজনক একটি প্রকল্প। মাসে মাসে এই প্রকল্পের আওতায় টাকা জমা করলেই বিপুল রিটার্ন পাওয়া যায়।

Advertisements

হিসাব অনুযায়ী যদি কোন অভিভাবকের কন্যা সন্তানের বয়স যখন তিন বছর তখন থেকে তিনি এই প্রকল্পের আওতায় টাকা সঞ্চয় করা শুরু করেন, তাহলে তার কন্যা সন্তান যখন বিয়ের বয়সী অথবা অন্য কোন উচ্চশিক্ষার বয়সী হবে তখন ১৫ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। এইজন্য মাসে মাসে ওই অভিভাবককে ২৫০০ হাজার টাকা করে জমা করতে হবে।

Advertisements

কোন কন্যা সন্তানের বয়স এখন তিন বছর হলে ২০৪৩ সালে তার বয়স হবে ২১ বছর। এখন থেকে মাসে মাসে ২৫০০ টাকা করে এই প্রকল্পের আওতায় জমা করলে বছরে বিনিয়োগের পরিমাণ হয় ২৯৫০০ টাকা এবং ২০৪৩ সাল পর্যন্ত মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৬,১৯,৫০০ টাকা।

বর্তমানে এই প্রকল্পের আওতায় যে সুদ দেওয়া হচ্ছে অর্থাৎ ৭.৬৯%, চক্রবৃদ্ধি হারে মেয়াদোত্তীর্ণ হওয়ার সময় এই বিনিয়োগ সুদ আসল মিলিয়ে দাঁড়াবে ১৫,২৭,১৫৮ টাকা। এছাড়াও এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করলে বিনিয়োগকারী আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় কর ছাড় পাবেন। আয়কর আইনের ৮০সি ধারার আওতায় সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় করছাড়ের সুযোগ।

Advertisements