নিজস্ব প্রতিবেদন : মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে চলতি বছর মে মাসে একদফা রেপো রেট বৃদ্ধি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই রেপো রেট বৃদ্ধি করার পর জুন মাসে নতুন করে রেপো রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। পরপর দুবার রিপোর্ট বৃদ্ধি করার কারণে ব্যাংকিং ক্ষেত্রে নানান পরিবর্তন আসতে শুরু করেছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে মে মাসের রেপো রেট বৃদ্ধি করা হয়েছিল ৪০ বেসিস পয়েন্ট। এরপর জুন মাসে নতুন করে রেপো রেট বৃদ্ধি করা হয়। জুন মাসে ফের রেপো রেট বৃদ্ধি করা হয় ৫০ বেসিস পয়েন্ট। দফায় দফায় এই রেপো রেট বৃদ্ধি করার পর বর্তমানে রেপো রেট দাঁড়িয়েছে ৪.৯০%। রেপো রেট বৃদ্ধি হওয়ার ফলে লোনের ক্ষেত্রে সুদের হার বাড়বে এমনটা আশঙ্কা করা হয়েছিল। সেই আশঙ্কা মতোই এই সকল ব্যাংক তাদের গ্রাহকদের ইএমআই বৃদ্ধি করল।
দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক আইসিআইসিআই তাদের গ্রাহকদের ঋণের উপর সুদের ক্ষেত্রে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। বর্তমানে তাদের গ্রাহকদের ঋণের উপর সুদ গুনতে হবে ৮.৬০%, যা আগে ছিল ৮.১০%।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের ঋণের উপর সুদের হার বৃদ্ধি করেছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, RLLR ৬.৯০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪০ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই সেই নতুন সুদের হার কার্যকর হয়েছে।
ঋণের উপর সুদের হার বৃদ্ধি করেছে ব্যাঙ্ক অব বরোদা। বর্তমানে সুদের হার করা হয়েছে ৭.৪০ শতাংশ। এক্ষেত্রে হোমলোনের ক্ষেত্রে ঋণগ্রহীতারা ৭.৪০ শতাংশ হারে ঋণ পাবেন। গাড়ির জন্য ৭.৯০ শতাংশ। মর্টগেজ লোন শুরু হচ্ছে ৯.১০ শতাংশ থেকে। এডুকেশন লোন বর্তমানে ৭.১৫ শতাংশ হারে মিলবে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন করে রেপো রেট বৃদ্ধি হওয়ার পর তারাও ঋণের উপর সুদের হার বৃদ্ধি করেছে। ঋণের ওপর এখন থেকে এই ব্যাংকের গ্রাহকদের ৭.৭৫ শতাংশ সুদ গুনতে হবে।