UPI-এ যতখুশি টাকা পাঠানোর দিন শেষ, লিমিট বেঁধে দিল এই সকল ব্যাঙ্ক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল যুগে হাতের মুঠোয় চলে এসেছে টাকা লেনদেন। এক অ্যাকাউন্ট থেকে এখন অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আর ব্যাংকের দরজায় ছুটতে হয় না। এই সকল সুবিধা আসার কারণে এখন নিজেদের প্রয়োজনমতো টাকাপয়সা গ্রাহকরা বাড়ি থেকেই ট্রানস্ফার করে থাকেন।

Advertisements

কয়েক বছর আগে পর্যন্ত এই টাকা লেনদেনের জন্য IMPS বা NEFT-কেই ব্যবহার করে থাকতেন গ্রাহকরা। এখনো এই সকল মাধ্যম ব্যবহার করা হয় তবে এটা আগের তুলনায় অনেক কমেছে। এছাড়াও আগে ড্রাফটের মাধ্যমে টাকা টান্সফার করা হয়ে থাকতো। সেই যুগ এখন প্রায় শেষের দিকে। এখন শুরু হয়েছে UPI-এর যুগ।

Advertisements

IMPS বা NEFT এর ব্যবহার দিন দিন কমে যাওয়ার কারণে বেশ কিছু সমস্যা সামনে এসেছে। নির্দিষ্ট নিয়ম মেনে আইএমপিএস করতে হয়। এছাড়াও এনইএফটি-এর ক্ষেত্রেও এমন বেশ কিছু সমস্যা রয়েছে। এগুলিতে real-time টাকা টান্সফার করা যায় না। এছাড়াও বাড়তি খরচ হয়ে থাকে। এমনকি ব্যাংকের লেনদেন বন্ধ থাকলে এই ধরনের লেনদেনের ক্ষেত্রে প্রভাব পড়ে।

Advertisements

কিন্তু ইউপিআই এমন একটি প্লাটফর্ম, যেখানে এই সকল সমস্যা দেখা যায় না। তাছাড়া আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি খরচ নেই। নিমেষে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা ট্রান্সফার করা যায়। ইউপিআই এর মাধ্যমে টাকা টান্সফার করার জন্য একটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস তৈরি করে নিতে হয়। তবে এই ইউপিআই এর মাধ্যমে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে রয়েছে উর্ধ্বসীমা।

নিম্নলিখিত ব্যাঙ্কগুলির ইউপিআই মারফত টাকা লেনদেনের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ এবং একটি ট্রানজেকশন-এ সর্বোচ্চ কত টাকা পাঠানো যায় তার হিসাব দেওয়া হল।

Abhyudaya Co-Operative Bank 25000 টাকা।

Adarsh Co-Op Bank Ltd 50000 টাকা।

Aditya Birla Idea Payments Bank 100000 টাকা।

Airtel Payments Bank 100000 টাকা।

Allahabad Bank 25000 টাকা।

Allahabad UP Gramin Bank 20000 টাকা।

Andhra Bank 100000 টাকা।

Andhra Pradesh Grameena Vikas Bank 25000 টাকা।

Apna Sahakari Bank 100000 টাকা।

Assam Gramin VIkash Bank 5000 টাকা, দিনে সর্বোচ্চ 25000 টাকা।

Axis Bank 100000 টাকা।

Bandhan Bank 100000 টাকা।

Bank Of Baroda 25000 টাকা। দিনের কোনো সীমা নেই।

Bank of India 10000 টাকা।

Bank of Maharashtra 100000 টাকা।

Baroda Gujarat Gramin Bank 25000 টাকা।

Canara Bank 10000 টাকা, দিনে সর্বোচ্চ 25000 টাকা।

Central Bank of India 100000 টাকা।

Dena Bank 100000 টাকা।

HDFC 100000 টাকা।

Federal Bank 100000 টাকা।

HSBC 100000 টাকা।

ICICI Bank 10000 টাকা।

IDBI Bank 25000 টাকা, দিনে সর্বোচ্চ 50000 টাকা।

IDFC 100000 টাকা।

India Post Payment Bank 25000 টাকা, দিনে সর্বোচ্চ 50000 টাকা।

Indian Bank 100000 টাকা।

Indian Overseas Bank 10000 টাকা।

IndusInd Bank 100000 টাকা।

Jio Payments Bank 100000 টাকা।

Karur Vysaya Bank 100000 টাকা।

Dena Bank 100000 টাকা।

State Bank of India 100000 টাকা।

Standard Chartered 100000 টাকা।

Punjab National Bank 25000 টাকা।

Paschim Banga Gramin Bank 5000 টাকা, দিনে সর্বোচ্চ 25000 টাকা।

Oriental Bank of Commerce 100000 টাকা।

UCO Bank 100000 টাকা।

Advertisements