আপনার কাছে Rupay Credit Card থাকলেই পাবেন এই সুবিধা, পরিকল্পনা রিজার্ভ ব্যাঙ্কের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে এখন দেশের বড় অংশের মানুষ ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছেন। এই দিকে নজর রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি একাধিক পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে। সেই সকল পরিকল্পনার কথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে।

Advertisements

সম্প্রতি জুন মাসে নতুন করে রেপো রেট বৃদ্ধি করার ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রেপো রেট বৃদ্ধি করার ঘোষণার পাশাপাশি আরও একগুচ্ছ সুবিধার কথাও জানায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল ক্রেডিট কার্ড সম্পর্কিত কিছু ঘোষণা।

Advertisements

আর্থিক লেনদেনের ক্ষেত্রে এখন বড় একটি সংখ্যার মানুষ ব্যাংকের ওপর নির্ভরশীলতা ছেড়েছেন। তারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে হয় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকেন। আবার এসবের পাশাপাশি সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে ইউপিআই লেনদেন। এরই পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রূপে ক্রেডিট কার্ড এখন ইউপিআই প্ল্যাটফর্মগুলির সঙ্গে লিঙ্ক করা যাবে।

Advertisements

বর্তমানে দেশে ইউপিআই লেনদেন অনেক বেড়েছে। তবে এখন যে নিয়ম রয়েছে তাতে ইউপিআই লেনদেন করার ক্ষেত্রে কেবলমাত্র ডেবিট কার্ড এবং সেই অ্যাকাউন্ট লিংক করা যায়। এক্ষেত্রে এই ইউপিআই লেনদেনকে আরও বৃদ্ধি করার জন্য ক্রেডিট কার্ডকেও ইউপিআই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউপিআই প্ল্যাটফর্মের সঙ্গে ক্রেডিট কার্ড লিঙ্ক করার ব্যবস্থা চালু হলে অনেকেই উপকৃত হবেন। কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেকেই লেনদেন করে থাকেন। আবার ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন করার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় না। সেই জায়গায় এই দুটি ব্যবস্থা একত্রিত হলে যেমন ইউপিআই লেনদেন আরও বৃদ্ধি পাবে ঠিক তেমনই বাড়তি সুবিধা পাবেন ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা।

Advertisements