নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগ ডিজিটাল যুগে পরিণত হয়েছে। ডিজিটাল এই যুগে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন, ইন্টারনেট। স্মার্টফোন এবং ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশে বাড়ছে ডিজিটাল লেনদেন।
একটা সময় ছিল যখন মানুষ নগদ অর্থের জন্য ব্যাংকের দোরগোড়ায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন। পরে নগদের এই জায়গা দখল করে এটিএম। আর এখন ধীরে ধীরে কমছে নগদের ব্যবহার। পরিবর্তে ইউপিআই সহ বিভিন্ন অনলাইন মাধ্যম ব্যবহার করা হচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। এখন সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করছে ইউপিআই। তবে এই ইউপিআই সুরক্ষিত না রাখলেই গায়েব হতে পারে আপনার সঞ্চিত টাকা। তাই ইউপিআইকে সুরক্ষিত রাখার জন্য এই ৫টি পদ্ধতি মেনে চলতে হবে।
১) কখনো কারোর সঙ্গে নিজের ইউপিআই আইডির পাসওয়ার্ড বা পিন অথবা ইউপিআই অ্যাপের পিন শেয়ার করা যাবে না। এমনকি কেউ যদি ফোন করে অথবা ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়েও তথ্য জানতে চায় তাহলেও জানানো যাবে না।
২) যদি কেউ আপনার মোবাইল অথবা কম্পিউটার অ্যাক্সেস করতে চায় তাহলে তা যেন করতে দেওয়া না হয়। বিশেষ করে কেউ ঐশীর নাম করে এমন অ্যাক্সেস চাওয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
৩) অজানা অচেনা বিশ্বস্ত নয় এমন কোন ওয়েবসাইটে গিয়ে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মোটা অংকের টাকা রিটার্ন আসার গল্প শুনলেই সতর্ক থাকতে হবে।
৪) পিন এবং পাসওয়ার্ড ঘনঘন বদলে নিতে হবে। অন্ততপক্ষে মাসে একবার যদি এই পিন অথবা পাসওয়ার্ড পরিবর্তন করা হয়ে থাকে তাহলে তা আপনার ইউপিআইকে অনেক সুরক্ষিত করবে।
৫) নিজের অ্যাকাউন্টে সর্বাধিক ইউপিআই পেমেন্ট লিমিট নির্ধারণ করে রাখা বুদ্ধিমানের কাজ। এর ফলে আপনার অ্যাকাউন্ট অনেক সুরক্ষিত থাকবে।