সরকারি স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা রুখতে কড়া পদক্ষেপ বিকাশ ভবনের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন গৃহশিক্ষকতা করে যাচ্ছেন এমন অভিযোগ দীর্ঘদিনের। সরকারি স্কুলের শিক্ষকদের এই গৃহশিক্ষকতা রুখে দেওয়ার জন্য রাজ্যজুড়ে বিভিন্ন সময় নানান আন্দোলনে শামিল হতে দেখা যায় গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের।

তবে তারা বিভিন্ন সময় আন্দোলনে শামিল হলেও এই গৃহশিক্ষকতার পেশা থেকে দূরে সরানো যায় নি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। তবে এবার যাতে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গৃহশিক্ষকতার পেশা থেকে দূরে সরানো যায় তার জন্য নড়েচড়ে বসল বিকাশ ভবন। গৃহশিক্ষকতা করার প্রবণতা রাশ টানতে কড়া পদক্ষেপ গ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ৬১ জন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সকল শিক্ষক-শিক্ষিকারা সরকারি স্কুলে শিক্ষক-শিক্ষিকার পেশায় যুক্ত থাকার পাশাপাশি গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। পুলিশকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছে বিকাশ ভবন।

এই ৬১ জন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন মূলত পাঁচটি জেলা থেকে। সেই সকল জেলার বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তার অ্যাকশন টেকেন জমা দিতে হবে। উত্তর ২৪ পরগনাতে রয়েছেন ৪৭ জন শিক্ষক। ৪ জন নদিয়ায়, ২ জন বীরভূম, ৩ জন কোচবিহার ও ৫ জন পুরুলিয়ার শিক্ষক রয়েছেন বলে জানা গিয়েছে।

নির্দেশিকা অনুসারে এই সকল শিক্ষক শিক্ষিকাদের গৃহশিক্ষকতা ছাড়তে বলা হবে। সেক্ষেত্রে তারা যদি রাজি হন তাহলে তাদের থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া হবে। আবার কোন শিক্ষক শিক্ষিকা যদি গৃহশিক্ষকতা ছাড়তে রাজি না হন তাহলে তাকে চাকরি থেকে সাসপেন্ড করবেন ডিআই। তবে এর আগেও সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গৃহশিক্ষকতা করানোর প্রবণতা কমানোর জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কোথাও সেই ভাবে সফলতা মেলেনি।