নিজস্ব প্রতিবেদন : চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর অসন্তোষ প্রকাশ করে বহু জায়গায় পরীক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সম্প্রতি বেশ কয়েকজন পরীক্ষার্থীকে জীবনের অন্তিম পথ বেছে নিতেও দেখা গিয়েছে। তবে এসবের মধ্যে আলাদাভাবে সাড়া ফেলে দেন সুদীপ্তা বিশ্বাস।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে পরেই নদীয়ার এই সুদীপ্তা বিশ্বাস এবং তার সঙ্গী সাথীরা যারা পরীক্ষায় অকৃতকার্য ছিল তারা বিক্ষোভে নেমে পড়েন। তাদের দাবি ছিল, রাষ্ট্রবিজ্ঞানে তারা লেটার মার্কস পেয়েছেন, তাহলে কিভাবে ইংরেজিতে ফেল করতে পারেন। তাদের অভিযোগ ইংরেজিতে তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাস করানোর দাবিতে বিক্ষোভে নামেন তারা।
বিক্ষোভ চলাকালীন সুদীপ্তা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন মূলত তাকে জিজ্ঞেস করা হয় Umbrella বানান। সাংবাদিকের হঠাৎ এই প্রশ্নের মুখে হতভম্ব হয়ে সুদীপ্তা বলে ফেলেন Amrela। এরপরেই চরম থেকে চরমতম ট্রোলের শিকার হন সুদীপ্তা। পরে তার ট্রোল নিয়ে তার বাবা মুখ খোলেন এবং কি পরিস্থিতির মধ্য দিয়ে এই কয়েকটা দিন তার মেয়ে পার হয়েছেন তা জানান। এসবের পর এবার সুদীপ্তা নিজে মুখ খুলেছেন। তিনি একটি ভিডিও বানিয়ে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।
সুদীপ্তার কথা অনুযায়ী, তার এই ঘটনার পর যেভাবে রিল অথবা রোস্ট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে তার অন্যায়। এমনকি অনেক মিথ্যা প্রচার করা হয়েছে। অনেকেই সুদীপ্তা মারা গিয়েছেন এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও বানিয়ে আপলোড করেছেন। এসবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বাবার পর এবার মুখ খুললেন Umbrella খ্যাত সুদীপ্তা, পোস্ট করলেন নতুন ভিডিও pic.twitter.com/Ht5EdOIRx5
— BanglaXp Official (@BanglaXpBengali) June 30, 2022
এর পাশাপাশি সুদীপ্তা দাবি করেছেন, এমন ঘটনার পর বেশ কিছু রিল ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। যেমন আগের একটি ইনস্টাগ্রাম রিল ভিডিওকে সাম্প্রতিককালের রিল ভিডিও বলে দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন সুদীপ্তা। এর পাশাপাশি নিজের ভাইকে বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছেন বেশ কয়েকজন ভিডিও ক্রিয়েটর বলেও অভিযোগ করেছেন তিনি। বাবা মাকে নিয়েও নানান অসংগতিপূর্ণ ভিডিও বানানো হয়েছে বলে অভিযোগ সুদীপ্তার।