নিজস্ব প্রতিবেদন : Cancelled চেক সম্পর্কে কমবেশি প্রত্যেককেই জানেন। তবে এই ধরনের চেক লেখার সময় বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি মানতে হয়। তা না হলে ঘটতে পারে বিপত্তি। কোন ব্যক্তি অথবা কোন ব্যাংক বা সংস্থায় এই ধরনের ক্যানসেল চেক দেওয়ার অর্থ হল, এই চেক থেকে টাকা তোলার মতো কাজ করা যাবে না।
ক্যানসেল থেকে কি কি থাকতে হয়? এমনি একটি সাধারন থেকে যে সকল বিষয়গুলি থাকে যেমন ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট ধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড কোড। এই ধরনের ক্যানসেল চেক দেওয়া হয়ে থাকে কোন ঋণ নেওয়ার সময়, ইএমআই কাটার জন্য সম্মতি দেওয়ার সময়, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময়, বীমা পলিসি ইত্যাদি বিভিন্ন বিষয় ক্রয় করার সময়।
ক্যানসেল চেক লেখার সময় চেক বই থেকে একটি পাতা নিতে হবে। এবার এই ক্যানসেল চেক লেখার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির দিকে নজর রাখতে হবে সেটি হল, চেকের উপর দুটি সমান্তরাল দাগ টানতে হবে এবং তার মাঝে অর্থাৎ ওই দুটি লাইনের মাঝে লিখতে হবে ‘CANCELLED’ কথাটি। অনেকেই এই জায়গায় ভুল করে থাকেন।
এছাড়াও ক্যানসেল চেক প্রদান করার সময় আপনার স্বাক্ষর করার প্রয়োজন নেই। এই ক্যানসেল চেক ব্যবহার করা হয় কেবলমাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তা প্রমাণ করার জন্য। ক্যানসেল থেকে সই করে আপনার স্বাক্ষর ভেরিফিকেশন হয় না। সুতরাং ক্যান্সেল চেক কোথাও প্রদান করার সময় এই বিষয়গুলি মাথায় রাখতে হবে।
বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের আর্থিক প্রতারণার মতো ঘটনা বেড়ে চলেছে। সেই জায়গায় যে কোন ধরনের আর্থিক লেনদেনের জন্য চেক অথবা ক্যান্সেল চেক প্রদান করার আগে সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করলে অনেক ধরনের বিপত্তি থেকে সহজে মুক্তি মিলতে পারে।