নিজস্ব প্রতিবেদন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট বৃদ্ধি করার পর দেশের অধিকাংশ ব্যাংক ফিক্সড ডিপোজিট অর্থাৎ স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে। সেই রকমই দেশের অন্যতম একটি জনপ্রিয় ব্যাংক বন্ধন ব্যাংক তাদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছে।
২ কোটি টাকার নিচে স্থায়ী আমানতের ক্ষেত্রে এই ব্যাঙ্ক সুদের হার বৃদ্ধির করার ঘোষণা করেছে। এর পাশাপাশি এই ব্যাংকের তরফ থেকে আরও বেশ কিছু আমানতের ক্ষেত্রেও সুদের হার বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন সঞ্চয়ী প্রকল্পে সুদের হার বৃদ্ধি করার ফলে এই ব্যাংকের গ্রাহকরা উপকৃত হবেন।
জানা যাচ্ছে, বন্ধন ব্যাংক নতুন সুদের হার ঘোষণা করার পর তাদের সাধারণ গ্রাহকদের তারা সুদ দেবে ৩ শতাংশ থেকে ৫.৬০ শতাংশ পর্যন্ত। অন্যদিকে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৩.৭৫ শতাংশ থেকে ৬.৩৫ শতাংশ।
৭-৩০ দিনের জন্য এই ব্যাঙ্কের সুদের হার ৩.০০%।
৩১ দিন থেকে ২ মাসের কম সময়ের জন্য এই ব্যাঙ্কের সুদের হার ৩.৫০%।
২ মাস থেকে ১ বছরের কম সময়ের জন্য যে ফিক্সড ডিপোজিটের সুদের ৪.৫০% হয়েছে। এই সুদের হার আগে ছিল ৩.৫০%। সুদের হার প্রায় ১% এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে।
১-২ বছরের কম সময়ের জন্য সুদের হার ৬.২৫%। এর আগে সুদের হার ছিল ৫.৭৫%।
আরো বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রেও এই ব্যাংক সুদের পরিমাণ বৃদ্ধি করেছে। অন্যদিকে প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের তুলনায় যে কোন খাতেই ০.৭৫ শতাংশ বেশি সুদ পাবেন বলে জানা যাচ্ছে।