নিজস্ব প্রতিবেদন : দিন দিন সংকটে পড়ছে ভূগর্ভস্থ জল। বিজ্ঞানীরা এই নিয়ে বারংবার প্রতিটি মানুষকে সতর্ক করছেন। জলের এই সংকট দেশের বেশ কিছু রাজ্য যেমন মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায়। সেখানে কয়েক ফোঁটা পানীয় জলের জন্য ঝুঁকি নিয়ে গভীর কুয়োতে নামতে দেখা যায় মহিলাদের।
সোশ্যাল মিডিয়ার দৌলতে যেমন এই ধরনের ঝুঁকিপূর্ণ ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায় ঠিক তেমনি এবার একটি কুকুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। যে কুকুরটিকে দেখা যায়, জল খাওয়ার জন্য কল খুলতে এবং খাওয়ার পরেই দিব্যি মানুষের মতো কল বন্ধ করে দিতে। সচেতনতার পাঠ হিসাবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।
বর্তমানে যখন মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পৌঁছে গিয়েছে সেই সময় সময়ের পরিপ্রেক্ষিতে এই ধরনের নানান ভিডিও আপলোড হয়ে থাকে এবং সেগুলি ভাইরাল হয়। ভাইরাল হওয়া সেই সকল ভিডিওর মধ্যে আলাদাভাবে সমাজে বার্তা দিয়ে থাকে বেশ কিছু ভিডিও। ঠিক সেই রকমই বার্তা প্রদান করেছে এই কুকুরের ভিডিওটি।
আইপিএস দীপাংশু কাবরা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করেছেন। যেখানে পানীয় জল নষ্ট যেন না করা হয় তার জন্য হাজার হাজার প্রচার চালানো হচ্ছে সেই জায়গায় এই ভিডিওটিতে একটি কুকুরের যে ভাবে সংবেদনশীলতা দেখা গিয়েছে তা নজর কেড়েছে প্রত্যেকের। হাজার হাজার প্রচারের ভিডিওকে যেন ছাপিয়ে গিয়েছে এই সারমেয়টি।
बूँद-बूँद कीमती है…
डॉगी को समझ आ गया, हम इंसान कब समझेंगे? pic.twitter.com/wMoY7QGAnS— Dipanshu Kabra (@ipskabra) July 7, 2022
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ল্যাব্রেডর প্রজাতির কুকুর ট্যাপ ওয়াটার খুলে জলপান করছে এবং খাওয়া শেষ হলেই বন্ধ করে দিচ্ছে সেই ট্যাপ। এভাবেই একাধিকবার জলপান করে সে। পুলিশ আধিকারিক দীপাংশু কাবরা ভিডিও ক্লিপটির সঙ্গে ক্যাপশানে লিখেছেন, “প্রত্যেক ফোটা অমূল্য… কুকুর বোঝে। মানুষ কবে বুঝবে?”