নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দফায় দফায় রেপো রেট বৃদ্ধি করার পর বদলে গিয়েছে সুদ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে হিসাব-নিকাশ। এই repo rate বৃদ্ধি পাওয়ার ফলে একদিকে বেড়েছে ঋণের উপর সুদের পরিমাণ, আবার অন্যদিকে বেড়েছে ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ।
দু’দফায় রেপো রেট ০.৯০ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছে। সেই রকমই এবার দুটি সরকারি ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সুখবর দিয়ে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করল।
২ কোটি টাকার কোন স্থায়ী আমানতের ক্ষেত্রে এই সুদের হার বাড়ানোর ঘোষণা করা হয়েছে। দুটি ব্যাংকের তরফ থেকে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করার ক্ষেত্রে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের এই নতুন নিয়ম কার্যকর করছে ১০ জুলাই থেকে এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক তাদের নিয়ম কার্যকর করবে আগামী ১২ জুলাই থেকে।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৭ থেকে ১৪ দিনের মেয়াদের স্থায়ী আমানতের উপর ২.৭৫ শতাংশ সুদের হার। ১৫ থেকে ৩০ দিনের মধ্যে FD-এর সুদের হার ২.৯০ শতাংশ। ৩১ থেকে ৪৫ দিনের মেয়াদের আমানতে সুদের হার ৩ শতাংশ। ৪৬ থেকে ৯০ দিনের মধ্যে FD-এর সুদের হার ৩.৩৫ শতাংশ। ৯১ থেকে ১৭৯ দিনের মেয়াদের আমানতের উপর সুদের হার ৩.৯ শতাংশ। ১৮০ থেকে ৩৬৪ দিনে এখন ৪.৪ শতাংশ হারে সুদ মিলবে৷ এদিকে ১ থেকে ২ বছরের মেয়াদী FD-তে এখন ৫.২৫ শতাংশ হারে সুদ দেবে ব্যাঙ্ক। ২ থেকে ৩ বছর মেয়াদের স্থায়ী আমানতের উপর ৫.৩ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছর মেয়াদের আমানতের উপর ৫.৩৫ শতাংশ সুদের হার করা হয়েছে। ৫ বছর বা তার বেশি মেয়াদ এবং ১০ বছর পর্যন্ত দীর্ঘমেয়াদী আমানতের উপর ৫.৬ শতাংশ হারে সুদ দেবে ব্যাঙ্ক।
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক : ১ থেকে ২ বছরের জন্য স্থায়ী আমানতে সুদের হার ৫.৪ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫.৪৫ শতাংশ। ৪৪৪ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ৫.৪৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫.৫ শতাংশ।