১০০০ টাকা করে বিনিয়োগ করলেই মিলবে ৫ লাখ, দারুণ সুযোগ দিচ্ছে কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের নাগরিকদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার বিভিন্ন সময় নানান প্রকল্প নিয়ে আসে। এই সকল প্রকল্পে স্বল্প সঞ্চয়ে ভালো রিটার্ন পাওয়া যায়। সাধারণত প্রবীণ নাগরিক থেকে শুরু করে মহিলাদের জন্য কেন্দ্র সরকার এই ধরনের প্রকল্পের উপর সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে যে সকল এই ধরনের প্রকল্প আনা হয় সেই সকল প্রকল্পে যেমন প্রবীণ নাগরিক এবং মহিলাদের উপর আলাদা করে জোর দেওয়া হয় ঠিক তেমনি এবার জোর দেওয়া হয়েছে শিশু কন্যাদের উপর। কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কেন্দ্র সরকার এনেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পের মধ্য দিয়েই বেশি রিটার্ন পেতে পারেন প্রকল্পে বিনিয়োগকারীরা।

Advertisements

সম্প্রতি এই প্রকল্পে কত সুদ পাওয়া যাবে সেই সুদের হার ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। এই সুদের হার ঘোষণা করা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। সম্প্রতি যে সুদের হার ঘোষণা করা হয়েছে তা ব্যাংকের ফিক্সড ডিপোসিটের তুলনায় অনেক বেশি। অন্যদিকে এই প্রকল্প সরকারের আওতায় থাকার কারণে কোন ঝুঁকি নেই।

Advertisements

সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খোলা যায় ১০ বছরের কম বয়সী মেয়েদের নামে। যার নামে অ্যাকাউন্ট খোলা হয় তার বয়স ১৮ বছর হয়ে গেলেই তিনি অ্যাকাউন্টের অধিকারী হয়ে যান। এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট ব্যাংক অথবা পোস্ট অফিস যে কোন জায়গায় খোলা যায় এবং তা স্থানান্তরিত করা যায়। এর মেয়াদ ১৫ থেকে ২১ বছর। ন্যূনতম আড়াইশো টাকা করে বিনিয়োগ করলেই এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করা যায়।

বর্তমানে এই প্রকল্পের আওতায় যে পরিমাণ সুদ দেওয়ার কথা বলা হয়েছে তা হলো ৭.৬ শতাংশ। এই হিসাবে কেউ যদি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে তার বছরে বিনিয়োগের পরিমাণ হয় ১২০০০ টাকা। কন্যা সন্তানের জন্মানোর পর অ্যাকাউন্ট খোলা হলে এবং বিনিয়োগ করা শুরু হলে তার ২১ বছর বয়স পর্যন্ত মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১ লক্ষ ৮০ হাজার টাকা। এর উপর সুদ পাওয়া যাবে ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৫ টাকা। মেয়াদ শেষে পাওয়া যাবে ৫ লক্ষ ২৭ হাজার টাকা।

Advertisements