নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। যে কারণে এই রেল পরিষেবাকে ভারতের গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াত করলেও দেখা যায় অনেকেই ভারতীয় রেলের অনেক নিয়ম জানেন না।
অনেক ক্ষেত্রেই দেখা যায় যাত্রীদের যে স্টেশনে ওঠার কথা সেই স্টেশনে ওঠার মতো পরিস্থিতি থাকে না। বিভিন্ন কারণে এমন ঘটনা হয়ে থাকে। এই পরিস্থিতিতে পড়ে অনেকেই তাদের টিকিট ক্যানসেল করার পরিকল্পনা গ্রহণ করেন। তবে ভারতীয় রেলের যে নিয়ম রয়েছে তাতে টিকিট ক্যানসেল করার প্রয়োজন হবে না। একজন যাত্রী অনায়াসে তার বোর্ডিং স্টেশন পরিবর্তন করে নিতে পারেন।
কোন যাত্রীর টিকিট বুকিং করার পর তার বোর্ডিং স্টেশন থেকে দূরে থাকলে কোনরকম জরিমানা বা বাড়তি টাকা খরচ করা ছাড়াই এই বোর্ডিং স্টেশন পরিবর্তন করে নিতে পারবেন। আইআরসিটিসির তরফ থেকে যাত্রীদের সুবিধার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে।
বোর্ডিং স্টেশন পরিবর্তন করার নিয়ম : যাত্রীরা যদি তাদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে চান তাহলে ট্রেন ছাড়ার অন্ততপক্ষে ২৪ ঘন্টা তা আগে করতে হবে। কোন যাত্রী একবার বোর্ডিং স্টেশন পরিবর্তন করার পর পরে আর সেই বোর্ডিং স্টেশন পরিবর্তন করার সুযোগ পাবেন না এবং আগের স্টেশন থেকে উঠতে পারবেন না। বোর্ডিং স্টেশন পরিবর্তন না করে যদি কোন যাত্রী অন্য কোন স্টেশন থেকে ট্রেন ধরেন তাহলে তাকে জরিমানা দিতে হয়। যারা অনলাইনে টিকিট বিক্রি করেন তারা এই সুযোগ পাবেন। কিন্তু এজেন্ট এর মাধ্যমে টিকিট বুকিং করা হলে এই সুযোগ পাওয়া যাবে না।
বোর্ডিং স্টেশন পরিবর্তন করার জন্য আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে লগইন করতে হবে। লগইন করার পর Booking Ticket History বিকল্প বেছে নিতে হবে এবং সেখানে যে টিকিটের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে চান সেই টিকিটটি বেছে নিতে হবে। এরপর Change Boarding Station অপশন বেছে নিতে হবে। সেখানে ড্রপডাউন করে নতুন স্টেশন বেছে নিতে পারবেন যাত্রীরা।