Jio কে টেক্কা দিতে আসছে নতুন ইন্টারনেট, পলকে হবে ডাউনলোড

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টেলিকম জগত হোক অথবা ইন্টারনেট দুনিয়া, ভারতের বর্তমানে একচ্ছত্রভাবে নিজের রাজত্ব তৈরি করেছে Jio। তবে এবার এই রাজত্বে ভাগ বসাতে আসছে নতুন ইন্টারনেট। নতুন এই ইন্টারনেট ব্যবস্থায় পলকে ডাউনলোড, আপলোড হবে।

Advertisements

নতুন এই ইন্টারনেট ব্যবস্থা আনতে চলেছে OneWeb। এই ইন্টারনেট ব্যবস্থা ইতিমধ্যেই গত মে মাসে ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল। যদিও তা সম্ভব হয়ে ওঠেনি। তবে একটি ইংরেজী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সংস্থা ভারতে তাদের ব্যবসা শুরু করতে চলেছে।

Advertisements

OneWeb ইন্টারনেট মূলত স্যাটেলাইট ইন্টারনেট। এটি একটি যৌথ সংস্থা। UK-এর একটি সংস্থার সঙ্গে ভারতী এয়ারটেল গাঁটছড়া বেঁধে এই সংস্থা লঞ্চ হতে চলেছে। যদিও ভারতে এই ধরনের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়া নিয়ে গত কয়েক মাস ধরেই জল ঘোলা চলছে। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার বিষয়ে যে সংস্থার কথা প্রথম শোনা যাচ্ছিল তা হল এলন মাস্কের Starlink।

Advertisements

এমনকি Starlink সংস্থার প্রি বুকিং শুরু হয়ে গিয়েছিল। তবে পরে এই প্রি বুকিং বন্ধ করে দেওয়া হয় এবং জানানো হয় ভারতে ব্যবসা করার জন্য লাইসেন্স সংক্রান্ত বেশ কিছু সমস্যা হচ্ছে তাদের। যারা এই বিষয়ে প্রি বুকিং করেছিলেন তাদের টাকা ফিরিয়ে দেওয়ার কথা ও জানানো হয়েছিল।

অন্যদিকে Oneweb সংস্থা তাদের পরিষেবা চালু করে দেবে বলেই জানিয়েছে। মে মাসে এই পরিষেবা চালু করে দেওয়ার কথা থাকলেও আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থাকার কারণে তা সম্ভব হয়নি। এই সমস্যার মিটিয়ে অবশ্য কবে তা লঞ্চ করা হবে তা নিয়ে এখন আর স্পষ্ট করে কিছু জানানো হয়নি। Oneweb এর মুখপাত্রের তরফ থেকে জানানো হয়েছে, পরিষেবা শুরু করে দেওয়ার জন্য পুরোদমে কাজ চলছে। ISRO-র বাণিজ্যিক সংস্থা NewSpace India-সঙ্গে যৌথভাবে কাজ চলছে বলে জানা যাচ্ছে।

Advertisements