পার্থ দাস : টোটোয় চেপে এক ক্ষুদে। আর তার বুকে একটি প্ল্যাকার্ড ঝুলছে, যাতেতে লেখা রয়েছে, ‘আমি ইস্কুল মাষ্টার, বউ খুঁজছি’….। এই প্লাকার্ড নিয়ে ওই খুদে এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেন ভাইরাল! তা জানতে হলে ফিরে যেতে হবে দিন কয়েক আগের কয়েকটি ঘটনায়।
দিন কয়েক আগে উত্তর দিনাজপুরের এক পরিবারের তরফ থেকে দেওয়া সংবাদ মাধ্যমে একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই বিজ্ঞাপনটি ছিল একটি পাত্রীর জন্য পাত্রের খোঁজে। পাত্র পাত্রীর খোঁজে আর পাঁচটা বিজ্ঞাপন যেমন হয়ে থাকে ঠিক তেমনই ছিল এই বিজ্ঞাপন। তবে এই বিজ্ঞাপন ভাইরাল হয়েছিল কেবলমাত্র একটি বাক্যের জন্য। সেই বাক্যটি ছিল ‘উপযুক্ত পাত্র কাম্য (স্কুল শিক্ষক ব্যতীত)’।
অর্থাৎ যিনি তাদের পরিবারের পাত্রীর জন্য পাত্র খুঁজছিলেন তারা এই বিজ্ঞাপণে বুঝিয়ে দিয়েছিলেন, পাত্র হিসেবে যদি কেউ যোগাযোগ করেন তাহলে তাকে শিক্ষক হলে চলবে না। এই বিজ্ঞাপনকে ঘিরে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। তোলপাড় হওয়ার পিছনেও রয়েছে একটি তাৎপর্যপূর্ণ কারণ।
কারণ তার দিন কয়েক আগেই প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম তুলে কলকাতা হাইকোর্ট ২৬৯ জন শিক্ষক-শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেন। একসঙ্গে এত সংখ্যক শিক্ষক-শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করার পর সমসাময়িক এইরকম বেশ কিছু ঘটনা দেখা যায়। তার মধ্যেই ছিল এই একটি বিজ্ঞাপণ।
এরপর আবার বুধবার সিউড়ির মালিপাড়ায় ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে ‘আমি ইস্কুল মাষ্টার, বউ খুঁজছি’…. যে সং সাজা হয় তা আলাদা করে হাসির রসদ হয়ে উঠেছে। তবে কি উদ্দেশ্য অথবা কেন এমন সং সেজেছে ওই খুদে তা জানা যায়নি।