সময়ের আগে FD ভাঙলে কি হতে পারে, জানলে অবাক হবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান পরিস্থিতিতে দেশের অধিকাংশ মানুষ তাদের সঞ্চয় থেকে বেশি সুদ পাওয়ার জন্য ফিক্সড ডিপোজিটের উপর ভরসা করেন। তবে এই ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। এ সকল নিয়মের মধ্যে একটি হলো সময়ের আগে ফিক্সড ডিপোজিট তোলা হলে সেক্ষেত্রে নিয়ম অনুসারে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হয়। কি সেই অসুবিধা?

Advertisements

বহু গ্রাহকদের ক্ষেত্রেই দেখা যায় তারা নির্দিষ্ট সময়ের আগে নানান অসুবিধা থাকার কারণে ফিক্সড ডিপোজিটে থাকা টাকা তুলে নিতে বাধ্য হন। এই পরিস্থিতিতে দেশের বহু ব্যাংক রয়েছে যেগুলির ক্ষেত্রে এমনটা করা হলে কম সুদ তো পাবেনই, আবার পেনাল্টি অর্থাৎ জরিমানাও দিতে হয়। অবাক করা এই নিয়মগুলি অনেকেই হয়তো জানেন না।

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা যদি ৫ লক্ষ টাকার কম ফিক্সড ডিপোজিট মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তুলে নেন তাহলে তাদের ০.৫০% এবং ৫ লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তুলে নেন তাহলে তাদের ১% পেনাল্টি দিতে হয়। অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই নিয়মের ক্ষেত্রে যে কোন অংকের টাকার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট সময়ের আগে তুলে নেওয়া হলে তাদের গ্রাহকদের ১ শতাংশ পেনাল্টি দিতে হবে।

Advertisements

আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এক বছরের কম মেয়াদের সঞ্চয় যদি সময়ের আগে তুলে নেওয়া হয় তাহলে ০.৫০ শতাংশ জরিমানা দিতে হবে এবং এক বছরের বেশি জমার ক্ষেত্রে সময়ের আগে তুলে নেওয়া হলে ১ শতাংশ জরিমানা দিতে হবে।

একইভাবে অ্যাক্সিস ব্যাংকের গ্রাহকরা যদি তাদের ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলে নেন তাহলে এক শতাংশ জরিমানা দিতে হয়। তবে এই ব্যাংকের একটি নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসারে আপনি জমা করা টাকার ২৫ শতাংশ কোনো রকম জরিমানা না দিয়েই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তুলতে পারবেন। অন্যান্য একাধিক ব্যাংকের ক্ষেত্রেও এই ধরনের নিয়ম রয়েছে।

Advertisements