আপনার বাড়ির কাছাকাছি কোথায় রয়েছে আধার কেন্দ্র, খুঁজে নিন এইভাবে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড ইত্যাদি নথি যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। এই আধার কার্ড না থাকলে চরম সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড সহ বিভিন্ন ক্ষেত্রে যেমন এই আধার কার্ড প্রয়োজনীয় হয়ে পড়েছে ঠিক তেমনি আবার সরকারি প্রকল্পের সুবিধা পেতেও এই আধার কার্ড প্রয়োজন।

Advertisements

তবে বহু ক্ষেত্রে আধার কার্ডের মধ্যে বিভিন্ন ভুল ভ্রান্তি সংশোধন করা অথবা নতুন আধার কার্ড তৈরি করানোর জন্য ছুটে বেড়াতে হয় ভারতীয় নাগরিকদের। এমন পরিস্থিতিতে আপনার বাড়ির কাছাকাছি কোথায় এই আধার কার্ড তৈরি করা হয় বা সংশোধন করা হয় অর্থাৎ আধার কেন্দ্র রয়েছে তা জানার জন্য সহজ ব্যবস্থা নিয়ে এলো UIDAI।

Advertisements

বাড়ির কাছাকাছি কোথায় আধার কেন্দ্র রয়েছে তা খোঁজার জন্য রাজ্যের ভিত্তিতে খোঁজা যেতে পারে অথবা পিন কোড দিয়ে খুঁজে নেওয়া যেতে পারে। অনলাইনে কাছাকাছি আধার কেন্দ্র খোঁজার জন্য https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে থ্রি ডটে ক্লিক করতে হবে।

Advertisements

আরও পড়ুন : আধার আপডেট বাধ্যতামূলক! সংশোধন করতে গিয়ে সমস্যার সম্মুখীন বীরভূমবাসী, কারণ কি

সেখানে কাছাকাছি আধার কেন্দ্র খুঁজে বের করার জন্য বেশ কিছু অপশন দেওয়া হবে। যেমন শহরের নাম দিয়ে, আধার কেন্দ্রের নাম দিয়ে এবং পিন কোড দিয়ে। এক্ষেত্রে আপনার যেটি সুবিধা জনক মনে হয় সেটিকে ব্যবহার করতে পারেন।

এই পদ্ধতিতে আপনার বাড়ির কাছাকাছি আধার কেন্দ্রের নাম দেখিয়ে দেওয়ার পাশাপাশি ম্যাপের মাধ্যমেও আধার কেন্দ্রটি কোন জায়গায় রয়েছে তা দেখানো হবে। খুব সহজে আধার কেন্দ্রের নাম খুঁজে পাওয়ার পাশাপাশি তার লোকেশন দেখা যাবে ম্যাপে।

Advertisements