চোখ ধাঁধানো ডিগ্রী, বিদেশের চাকরি, সব ছেড়ে রাজনীতি, গ্রেপ্তার মন্ত্রী পার্থর অজানা কাহিনী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি কাণ্ডে গত কয়েক মাস ধরেই জর্জরিত হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। এই দুর্নীতি কাণ্ডে একাধিকবার তাকে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে। এরপর গত শুক্রবার তার বাড়িতে হানা দেয় ইডি এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করার পর তাকে গ্রেফতার করা হয়। এখন তিনি রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু।

Advertisements

পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের জন্মলগ্ন অর্থাৎ ১৯৯৮ সাল থেকেই দলের সঙ্গে সরাসরি যুক্ত। ২০০১ সালে তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বেহালা পশ্চিম থেকে প্রথম জয়ী হন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা এবং ২০১৬ সালে তিনি দায়িত্ব নেন রাজ্যের শিক্ষা মন্ত্রীর।

Advertisements

শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রেই তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি তার আমলেই একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতেই আদালত এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপরেই এই মন্ত্রী আজ গ্রেপ্তার।

Advertisements

তবে এই পার্থ চট্টোপাধ্যায়ের জীবনের একাধিক অধ্যায় অনেকেরই অজানা। পার্থ চট্টোপাধ্যায় প্রথম থেকেই ছিলেন একজন মেধাবী ছাত্র। ১৯৭০ সালে নিইআলিপুর মাল্টিপার্সাস স্কুল থেকে পাশ করেন HS। তিনি উচ্চশিক্ষিত। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছেন এবং আশুতোষ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। এমবিএ করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছেন।

পরে আবার উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন বিদেশে। বিদেশে তিনি একটি সংস্থায় কর্মরত ছিলেন। আবার এই তো কিছুদিন আগেই তিনি অর্থনীতিতে ডক্টরেড ডিগ্রি পান। তবে এই চোখ ধাঁধানো ডিগ্রী, বিদেশের চাকরি এইসব ছেড়ে রাজনীতিতে পা রেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

Advertisements