৪৫ কোটির এই সম্পত্তিতেও জড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, অবাক করা তথ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি মামলায় আপাতত জোর ধাক্কা খেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মামলায় তাকে একাধিকবার সিবিআইয়ের মুখোমুখি হতে হওয়ার পাশাপাশি শনিবার গ্রেপ্তার হন ইডির হাতে। শুক্রবার সাত সকাল থেকেই তার নাকতলার বাড়িতে বসেছিলেন ইডি আধিকারিকরা।

Advertisements

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা নগদ উদ্ধার হওয়ার পরেই এই ঘটনায় নয়া মোড় আসে। এছাড়াও মোনালিসা দাস নামে আরও এক মহিলাও নাকি ইডির নজরে রয়েছেন। এছাড়াও জানা যাচ্ছে, নামে বেনামি শান্তিনিকেতন, কলকাতা সহ বিভিন্ন জায়গায় ফ্ল্যাট রয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর। এরই মধ্যে আবার একটি ৪৫ কোটি টাকার সম্পত্তির সঙ্গেও নাম জড়িয়েছে তার।

Advertisements

পার্থ চট্টোপাধ্যায়ের এই নাম জড়ানো ৪৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলায়। পশ্চিম মেদিনীপুরের এই প্রত্যন্ত গ্রাম, যেখানে ধানের গোলা, বাগানবাড়ী ইত্যাদির মাঝেই হঠাৎ গ্রামের মাঝে ঝাঁ চকচকে একটি স্কুল যে কাউকে অবাক করে দিতে পারে।

Advertisements

এসএসসি দুর্নীতি কান্ড প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধীরা এই বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। কারণ এই স্কুলের চেয়ারম্যান যিনি অর্থাৎ কল্যাণময় ভট্টাচার্য, তিনি সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। আবার এই স্কুলের মালিক হলেন কৃষ্ণ অধিকারী, যিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামা। প্রশ্ন হল এই বিপুল পরিমাণ অর্থ কোথায় থেকে পেলেন এই স্কুলের মালিক কৃষ্ণ অধিকারী।

পিংলার খিরিন্দা মৌজা যেখানে এই স্কুল তৈরি হয়েছে সেই জায়গায় এই জমি নেওয়া হয়েছিল কারখানা তৈরি করার নামে বলে অভিযোগ। যাদের থেকে এই জমি নেওয়া হয়েছিল তাদের দাবি, নোট বন্দির সময় নগদ টাকা দিয়ে এই জমি কেনা হয়। স্কুল এবং বাগানবাড়ি সহ প্রায় ২৭ বিঘা জমি কেনা হয়েছিল যার মূল্য ৪৫ কোটি টাকা।

Advertisements