যাত্রীদের জন্য সুখবর, নতুন রুটে চালু হচ্ছে ভিস্তাডোম কোচ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের গণপরিবহনের মেরুদন্ড হলো রেল পরিষেবা। এই রেল পরিষেবার উপর নির্ভর করে প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। কাজের ক্ষেত্রে হোক অথবা ভ্রমণের ক্ষেত্রে রেল পরিষেবার মতো আরামদায়ক এবং সঞ্চয়ী পরিষেবার তুলনা হয় না।

Advertisements

রেল পরিষেবার এই গুরুত্বের কথা মাথায় রেখে ভারতীয় রেল প্রতিনিয়ত রেল পরিষেবাকে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা চালাচ্ছে। রেল পরিষেবাকে সাজিয়ে গুছিয়ে তোলা এবং যাত্রীদের নিরাপদ গড়ে তোলার পাশাপাশি এখন যাত্রীদের মনোরঞ্জনের দিকটিও নজরে রাখছে ভারতীয় রেল। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের তরফ থেকে চালু করা হয়েছে ভিস্তাডোম কোচ।

Advertisements

ভিস্তাডোম কোচ হলো ভারতীয় রেলের অত্যাধুনিক বিলাসবহুল কোচগুলির অন্যতম। এই কোচগুলিতে থাকা যাত্রীদের জন্য সিট ১৮০ ডিগ্রি ঘুরতে পারে। জানলা বিশাল কাঁচ দিয়ে মোড়া। এমনকি এই ধরনের কোচের ছাদেও রয়েছে কাঁচ। এছাড়াও এই ধরনের কোচগুলিতে থাকে অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন। যাত্রীদের বিনোদনের জন্য এই সকল কোচে ওয়াইফাই-এর ব্যবস্থা রয়েছে।

Advertisements

এই সকল ভিস্তাডোম কোচে যে সকল যাত্রীরা ভ্রমণ করেন তারা আশেপাশের চারদিক দেখার সুযোগ পাওয়ার পাশাপাশি আকাশ দেখার সুযোগও পান। ঠিক যেন তারা খোলা আকাশের নিচে এক জায়গা থেকে অন্য জায়গা ছুটে চলেছেন। এই ধরনের কোচ একেবারে নতুন হওয়ায় এই কোচ নিয়ে ভারতীয়দের কৌতূহলের শেষ নেই।

এবার ভারতীয় রেলের তরফ থেকে ভিস্তাডোমের নতুন রুট হিসাবে বেছে নেওয়া হলো পুণে-মুম্বই-পুণে প্রগতি এক্সপ্রেসকে। এই ট্রেনটিকে নতুন রূপ দেওয়ার ফলে সেন্ট্রাল রেলওয়ে জোনে মোট চারটি ভিস্তাডোম ট্রেন চলাচল শুরু করলো। এই চারটি ট্রেন হল মুম্বই-মারাগাঁও জনশতাব্দী এক্সপ্রেস, মুম্বই-পুণে ডেকান এক্সপ্রেস, মুম্বই-পুণে ডেকান কুইন ও এখন নতুন সংযোজন মুম্বই-পুণে প্রগতি এক্সপ্রেস।

Advertisements