আর হবে না সমস্যা, পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নয়া ব্যবস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি চাকুরীজীবী তাদের অবসর গ্রহণ করার পর সঠিক সময়ে পেনশন পাওয়ার দিকে তাকিয়ে থাকেন। কারণ অবসর জীবনে এই পেনশন তাদের একমাত্র জীবন যাপনের অবলম্বন। আর এই অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়ার দায়িত্ব থাকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এবার এই সংস্থার তরফ থেকে পেনশন প্রাপকদের অসুবিধার কথা মাথায় রেখে নতুন একটি ব্যবস্থা চালু করা হলো।

Advertisements

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ব্যবস্থার ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দেওয়াই আরও সরলতা আনা হয়েছে। বৃদ্ধ বয়সে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবস্থায় সমস্যার সম্মুখীন হতে হয় পেনশন প্রাপকদের। আঙুলের ছাপ এবং চোখের বায়োমেট্রিক নেওয়ার ক্ষেত্রে এই সকল সমস্যা হয়। এ সকল সমস্যার কথা মাথায় রেখেই এবার টেনশন প্রদানকারী সংস্থার তরফ থেকে নতুন ব্যবস্থা আনা হলো।

Advertisements

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী তথা ইপিএফও-র কার্যনির্বাহী সিদ্ধান্তগ্রাহক কমিটি সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি সদস্য ভূপিন্দর যাদব লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে এই সকল সমস্যার কথা মাথায় রেখে ফেস অথেন্টিকেশন চালু করেছেন। এমনটাই ঘোষণা করা হয়েছে শ্রম মন্ত্রকের তরফ থেকে। এর পাশাপাশি আরও কিছু বদল আনা হয়েছে বলেও জানানো হয়েছে।

Advertisements

সিবিটির ২৩১ তম বৈঠকে কেন্দ্রীয়ভাবে পেনশন প্রাপকদের পেনশন দেওয়ার পদ্ধতিতে ছাড়পত্র ঘোষণা করা হয়েছে। পেনশন প্রাপক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য একটি বীমা প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের নানান সুবিধা অনলাইনে পাবেন তারা।

পেনশন প্রাপকদের প্রতি বছর সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া তারিখের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। সঠিক সময়ে এই লাইফ সার্টিফিকেট জমা না পড়লে পেনশন প্রদান বন্ধ হয়ে যায়। তবে আঙ্গুলের ছাপ এবং চোখের বায়োমেট্রিক নেওয়ার ক্ষেত্রে পেনশন প্রাপকরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন নতুন এই ব্যবস্থাই তা অনেক সহজ হবে।

Advertisements