আগস্টের এই দিনই সস্তায় 5G শুরু করে দিতে পারে Jio, জোর জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে যে সংস্থা তার নাম হলো Jio। দেশে প্রথম তারাই 4G পরিষেবা এনে এই বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিল। এরপর 5G স্পেক্ট্রাম নিলামেও সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে এই টেলিকম সংস্থা। তাদের তরফ থেকে সব থেকে বেশি টাকা বিনিয়োগ করা হলেও airtel একপ্রকার ঘোষণা করে দিয়েছে আগস্ট মাসেই তারা 5G পরিষেবা চালু করে দেবে।

Advertisements

এয়ারটেলের এই ঘোষণার পর স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে চরম কৌতূহল তৈরি হয়েছে। পাশাপাশি দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও কবে তাদের 5G পরিষেবা শুরু করবে তা নিয়েও তৈরি হয়েছে জোর জল্পনা। এয়ারটেলের এইভাবে ঘোষণার পর অনেকেই মনে করছেন, তাহলে কি 5G লঞ্চের বিষয়ে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা পিছিয়ে পড়বে!

Advertisements

যদিও 5G পরিষেবা লঞ্চ নিয়ে Reliance Jio Infocomm -এর চেয়ারম্যান আকাশ আম্বানির মন্তব্যে আরও জল্পনা তৈরি হয়েছে। তার কথা অনুযায়ী, ‘Azadi ka Amrit Mahotsav পালন করতে গোটা দেশে 5G পরিষেবা শুরু করবে Jio।’ হ্যাঁ ঠিক তাই আকাশ আম্বানির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্টই দেশে 5G পরিষেবা চালু করে দিতে পারে জিও।

Advertisements

আকাশ আম্বানি আরও জানিয়েছেন, “Jio সস্তায় বিশ্বমানের 5G পরিষেবা তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ৷ আমরা পরিষেবা, প্ল্যাটফর্ম এবং সমাধানগুলি সরবরাহ করব যা ভারতের ডিজিটাল বিপ্লবকে ত্বরান্বিত করবে। বিশেষত শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, উৎপাদন এবং ই-গভর্নেন্সের মতো গুরুত্বপূর্ণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে 5G।”

আগেই জানানো হয়েছে রিলায়েন্স জিও 5G স্পেক্ট্রাম নিলামে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে। তাদের তরফ থেকে ৮৮,০৭৮ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তাদের তরফ থেকে 24,740 MHz (700 MHz, 800 MHz, 1800 MHz, 3300 MHz এবং 26 GHz) এয়ারওয়েভ কেনা হয়েছে।

Advertisements