FD তে কোথায় বেশি লাভ! SBI নাকি Post Office

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি নাগরিক যেমন দৈনন্দিন জীবনযাপনের জন্য আর্থিক রোজগারের দিকে ছুটেন। ঠিক তেমনি আবার তারা সঞ্চয়ের দিকেও ছুটেন। বহু ক্ষেত্রেই গ্রাহকদের দেখা যায়, তাদের সেভিংস করার জন্য পোস্ট অফিস অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর ভরসা রাখেন।

Advertisements

অন্যদিকে এই সব সেভিংসের ক্ষেত্র ছাড়াও বর্তমানে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সহ বিভিন্ন ক্ষেত্র এসেছে বিনিয়োগ করার জন্য। তবে এই সকল ক্ষেত্রে বিনিয়োগ কিছুটা হলেও রিস্কি থেকে যাওয়ার কারণে অধিকাংশ মানুষকেই ব্যাংকের ফিক্সড ডিপোজিট অথবা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের উপর ভরসা করতে দেখা যায়।

Advertisements

বহু মানুষকেই যখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের ওপর ভরসা করতে দেখা যায়, সেই সময় একটি প্রশ্ন ওঠে, এই দুটি জায়গার মধ্যে কোথায় বেশি লাভ? সম্প্রতি reporate বৃদ্ধির পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করেছে। সেক্ষেত্রে এই দুটি জায়গায় কোথায় বেশি ফিক্সড ডিপোজিটে লাভ পাওয়া যায় দেখে নেওয়া যাক।

Advertisements

SBI : ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত সুদ ২.৯০ শতাংশ।

৪৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত সুদ ৩.৯০ শতাংশ।

১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত সুদ ৪.৪০ শতাংশ।

২১১ দিন থেকে ১ বছরের কম পর্যন্ত সুদ ৪.৬০ শতাংশ।

১ বছর থেকে ২ বছরের কম পর্যন্ত সুদ ৫.৩০ শতাংশ।

২ বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য পর্যন্ত সুদ ৫.৩৫ শতাংশ।

৩ বছর থেকে ৫ বছরের কম পর্যন্ত সুদ ৫.৪৫ শতাংশ।

৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত সুদ ৫.৫০ শতাংশ।

Post Office : পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের নাম Post Office Time Deposit। পোস্ট অফিসে ১ বছর থেকে ৫ বছরের মেয়াদে টাকা জমা করতে পারেন কোনও গ্রাহক। ১ বছর, ২ বছর বা ৩ বছরের মেয়াদে পোস্ট অফিস টাইম ডিপোজিটের ক্ষেত্রে বিনিয়োগকারী ৫.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। অন্যদিকে ৫ বছরের জন্য বিনিয়োগে ৬.৭ শতাংশ সুদ পাওয়া যায়।

Advertisements