ফিসচুলা পেকে চরম কষ্টে অনুব্রত মণ্ডল, বেড রেস্টের পরামর্শ বোলপুরের চিকিৎসকদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে একের পর এক সিবিআই তলব, আর এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার এই দফায় তার প্রথম নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি ফের একবার চিকিৎসার জন্য যান এসএসকেএম হাসপাতাল। সেখানে চিকিৎসকেরা তাকে গুরুতর অসুস্থ না হওয়ার কারণে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেন।

Advertisements

অন্যদিকে হাসপাতাল থেকে বোলপুরের বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই ফের সিবিআই তলব পৌঁছে যায় তার বাড়িতে। সিবিআই এই তলব পৌঁছে গেলেও অনুব্রত মণ্ডল অসুস্থ এবং তার বেড রেস্টের প্রয়োজন রয়েছে বলে জানা যাচ্ছে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের সূত্রে।

Advertisements

গরু পাচার কান্ডে মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে নতুন করে যে সিবিআই তলব করা হয়েছে তাতে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার সকাল ১১ টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। কিন্তু এসএসকেএম হাসপাতালের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে ছেড়ে দেওয়া হলেও মঙ্গলবার সকালে দেখা যায় তার বাড়িতে পৌঁছাতে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের একটি মেডিকেল টিম। তারা অনুব্রত মন্ডলের বাড়িতে গিয়ে চিকিৎসা শুরু করেন।

Advertisements

বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই মেডিকেল টিমে ছিলেন ডাঃ চন্দ্রনাথ অধিকারী, নার্স এবং কয়েকজন স্বাস্থ্য কর্মী। এই চিকিৎসকদের তরফ থেকে অনুব্রত মন্ডলের চিকিৎসা করার পর জানানো হয়, তার এখন বেড রেস্টের প্রয়োজন রয়েছে। ফিসচুলার সমস্যার কারণে তার এখন বেড রেস্ট প্রয়োজন।

এর পাশাপাশি চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের ফিস্চুলা সমস্যা ছাড়াও ডায়াবেটিস সমস্যা রয়েছে এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে তাকে হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করা অথবা অপারেশন করার মত অবস্থা নেই। বাড়িতে বেড রেস্টের মাধ্যমে থেকেই চিকিৎসা চালাতে হবে।

Advertisements