এই উপায়ে Jio সিমের সঙ্গে ফ্রিতে মিলবে ১০০ জিবি ডেটা, ১ বছর ভ্যালিডিটি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থার নাম হলো Jio। এই টেলিকম সংস্থা ভারতের বাজারে প্রথম 4G পরিষেবা লঞ্চ করে। 4G পরিষেবা লঞ্চ করার পাশাপাশি সস্তায় পরিষেবা দেওয়া দেখায় তারাই। পরবর্তীতে অন্যান্য টেলিকম সংস্থাগুলি একই পথে হাঁটতে বাধ্য হয়।

Advertisements

সবার পরে ভারতের বাজারে ব্যবসা করতে নামা এই টেলিকম সংস্থা এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থা। মূলত নতুন নতুন অফার এবং দুর্দান্ত পরিষেবা প্রদানের কারণে এই টেলিকম সংস্থার জনপ্রিয়তা বেড়েছে এবং গ্রাহক সংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছে। এবার এই টেলিকম সংস্থার সিম কার্ডে বিনামূল্যে ১০০ জিবি ডেটা এবং এক বছর ভ্যালিডিটি পাওয়া যেতে পারে একটি উপায়ে।

Advertisements

এই টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের এই পরিষেবা দিচ্ছে Jio HP Smart SIM Laptop অফারের সঙ্গে। এই অফার পেতে হলে গ্রাহকদের নির্বাচিত HP Smart Laptop মডেল কিনতে হবে। শুধুমাত্র নতুন গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে জিও। সংস্থার তরফ থেকে HP 14EF1003TU এবং HP 14EF1002TU মডেলের উপর এই অফার দেওয়া হচ্ছে।

Advertisements

এই অফার পেতে হলে HP Smart SIM Laptop এর নির্বাচিত দুটি মডেলের মধ্যে যেকোনো একটি মডেল ক্রয় করার পর FRC 505 অফারের মাধ্যমে সিম কার্ড অ্যাকটিভ করতে হবে। সেই সিম কার্ড অ্যাকটিভ হয়ে যাওয়ার পর ল্যাপটপে প্রবেশ করাতে হবে এবং ব্যবহার করা যাবে।

অনলাইনে এই ল্যাপটপ কেউ যদি ক্রয় করে থাকেন তাহলে তাকে সেই ল্যাপটপ ক্রয় করার সাত দিনের মধ্যে নিকটবর্তী জিও স্টোরে যেতে হবে। তারপর সেখানে FRC 505 দিয়ে অ্যাকটিভ করতে হবে। সিম চালু হয়ে যাওয়ার পর তা ল্যাপটপে প্রবেশ করাতে হবে এবং ব্যবহার করা যাবে।

Advertisements