বাড়ি ভাড়াতেও কি ১৮% GST, কি বলছে নতুন নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি শেষ হওয়ার GST কাউন্সিলের বৈঠকে জিএসটি কাউন্সিলের সদস্যদের সম্মতিক্রমে নতুন নতুন বিভিন্ন ক্ষেত্রে জিএসটি বসানো হয়েছে। নতুন নতুন এই সকল বিভিন্ন ক্ষেত্রে মধ্যে হোটেলের ভাড়ার উপর জিএসটি স্ল্যাব পরিবর্তন করা হয়েছে। এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু ব্রান্ডেড প্যাকেটিং খাবারের ক্ষেত্রেও জিএসটি লাগু করা হয়েছে।

Advertisements

জিএসটি কাউন্সিলের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে এই জিএসটি আরোপ করার ফলে সেই সকল জিনিসপত্রের দাম বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এরই মধ্যে বেশ কিছু ক্ষেত্রে ভুয়ো দাবি দাওয়াও উঠছে। সম্প্রতি একাধিক রিপোর্টে উঠে এসেছে বাড়ি ভাড়ার ক্ষেত্রেও কেন্দ্রের তরফ থেকে জিএসটি লাগু করা হয়েছে!

Advertisements

বাড়ি ভাড়ার উপর জিএসটির ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে যে নিয়ম লাগু করা হয়েছে সেই নিয়ম তুলে ধরে PIB Fact Check জানিয়েছে, কোন কোন ক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে বাড়ি ভাড়া নিয়ে থাকা ভাড়াটিয়াদের। পাশাপাশি তাদের তরফ থেকে দাবি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বাড়ি ভাড়ার উপর ১৮% জিএসটি বসানোর যে খবর ছড়িয়েছে তা ভুয়ো।

Advertisements

PIB Fact Check-এর তরফ থেকে জানানো হয়েছে, যদি কোন ব্যক্তি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাড়ি ভাড়া দিয়ে থাকেন সেক্ষেত্রে বাড়ি ভাড়ার উপর জিএসটি প্রযোজ্য। অর্থাৎ ব্যবসার জন্য যদি কোন ব্যক্তি বা সংস্থা বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাহলে তাকে বাড়ি ভাড়ার সঙ্গে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।

যদি কোন ব্যক্তি ব্যক্তিগত কাজের জন্য অথবা বসবাস করার জন্য বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাহলে তাকে বাড়ি ভাড়ার সঙ্গে জিএসটি দিতে হবে না। অর্থাৎ ব্যক্তিগত কাজে বা বসবাস করার জন্য বাড়িভাড়া নেওয়া হয়ে থাকলে সেই বাড়ি ভাড়ার উপর ১৮ শতাংশ জিএসটি গুনতে হবে না। পাশাপাশি কোন ব্যবসায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি কোন বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাহলেও তাকে জিএসটি দিতে হবে না।

Advertisements