কানারা, অ্যাক্সিস, SBI, কোন ব্যাঙ্কের FD-তে সুদের হার বেশি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে মুদ্রাস্ফীতিতে লাগাম টানার জন্য একাধিকবার রেপো রেট বৃদ্ধি করেছে। একাধিকবার এই রেপো রেট বৃদ্ধি হওয়ার পর বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫.৪ শতাংশ। এই repo rate বৃদ্ধি পাওয়ার ফলে ব্যাঙ্কের বিভিন্ন খাতে সুদের হারের পরিবর্তন ঘটেছে।

Advertisements

রেপো রেট বৃদ্ধি পাওয়ার ফলে পরিবর্তন ঘটেছে স্থায়ী আমানত এবং ঋণের ক্ষেত্রে। এই দুটি ক্ষেত্রেই আগের তুলনায় সুদের হার বেড়ে গিয়েছে। একদিকে যেমন এই বৃদ্ধির ফলে ঋণগ্রহীতাদের বেশি পরিমাণে তাদের ঋণের উপর সুদ দিতে হচ্ছে ঠিক তেমনি আবার স্থায়ী আমানতে বিনিয়োগকারীরা আগের তুলনায় বেশি সুদ পাচ্ছেন।

Advertisements

কানারা ব্যাঙ্ক : repo rate বৃদ্ধি পাওয়ার পর অন্যান্য ব্যাংকের মতোই কানারা ব্যাঙ্ক FD অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে। এই ব্যাঙ্কের গ্রাহকরা ২ কোটির নিচে স্থায়ী আমানতে বর্তমানে ৭ দিন থেকে ১০ বছরের আমানতে ২.৯০% থেকে ৫.৭৫% পর্যন্ত সুদ পাবেন।

Advertisements

অ্যাক্সিস ব্যাঙ্ক : রেপো রেট বৃদ্ধি পাওয়ায় ২ কোটির নিচে স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির ঘোষণা করা হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে। এর ফলে ১৭ থেকে ১৮ মাস মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার ৫.৬০% থেকে বাড়িয়ে ৬.০৫% দেওয়া হয়েছে।

SBI : অন্যান্য ব্যাংকের মতোই দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ কোটি টাকার কমের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে। একাধিক মেয়াদে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে SBI। ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে সর্বোচ্চ ৫.৬৫% সুদ দেওয়া হচ্ছে। সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ ৬.৪৫% সুদ পাচ্ছেন।

Advertisements