মাসে ২০০ টাকা সঞ্চয়ে ৭২০০০ টাকা, দারুণ সুযোগ দিচ্ছে মোদি সরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি মানুষ নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। এই সকল প্রকল্পের মধ্যে রয়েছে বীমা, ফিক্সড ডিপোজিট, রেকারিং ইত্যাদি। তবে এসবের পাশাপাশিও কেন্দ্র সরকারের এমন কিছু প্রকল্প রয়েছে যেগুলিতে যেমন কম বিনিয়োগ করতে হয় ঠিক তেমনি রিটার্ন পাওয়ার ক্ষেত্রেও রয়েছে নিশ্চয়তা।

Advertisements

এই সকল প্রকল্প কেন্দ্র সরকারের হওয়ার কারণে টাকা খোয়া যাওয়ার মত সম্ভাবনা নেই। কেন্দ্রীয় সরকারের এরকমই একটি লাভজনক প্রকল্প হলো প্রধানমন্ত্রী শ্রম যোগী মন-ধন। ২০১৯ সালে এই প্রকল্প চালু করা হয় কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফ থেকে। এই প্রকল্পের আওতায় মাসে মাত্র ২০০ টাকা বিনিয়োগ করা হলে বছরে ৭২ হাজার টাকা পেনশন পাওয়া যায়।

Advertisements

সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই পেনশন প্রকল্পে তারাও নাম নথিভুক্ত করতে পারবেন যারা গৃহভিত্তিক শ্রমিক, ফুটপাতে দোকান করে সংসার চালান, মিড-ডে মিল কর্মী, হেড লোডার, ইট ভাটা শ্রমিক, মুচি, ন্যাকড়া বাছাইকারী, গৃহকর্মী, ধোপা, রিকশাচালক, ভূমিহীন শ্রমিক, নিজস্ব হিসাব কর্মী, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, অডিও ভিজ্যুয়াল শ্রমিকরাও।

Advertisements

সরকারের নিয়ম অনুসারে যারা মাসে ১৫০০০ টাকার কম রোজগার করে থাকেন তারা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। যারা আয়কর দেন অথবা এনপিস, ইএসআইসি অথবা ইপিএফওর সুবিধা পান তারা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন না। এই প্রকল্পের নাম নথিভূক্ত করার সময়সীমা হল ১৮ থেকে ৪০ বছর।

এই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করার পর ৬০ বছর বয়স পেরিয়ে গেলে ওই গ্রাহক প্রতি মাসে ন্যূনতম ৩০০০ টাকা করে পেনশন পাবেন। সেক্ষেত্রে কোন দম্পতি যদি দুজনের নামে প্রতি মাসে ১০০ টাকা করে ২০০ টাকা দিয়ে থাকেন তাহলে এই পেনশনের পরিমাণ হবে প্রতি মাসে ৬০০০ টাকা। হিসাব অনুযায়ী বছরে পেনশনের পরিমাণ হচ্ছে ৭২ হাজার টাকা।

Advertisements