নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি সেলিব্রেটি হয়েছেন যারা তাদের মধ্যে তালিকায় প্রথম নাম উঠে আসে রানু মন্ডলের। এক সময় রানু মন্ডল রানাঘাট রেল স্টেশনে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেন। তবে তার ভাগ্য বদলে দেয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি গান।
রানু মন্ডল ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করলেও তার গানের গলা খুবই সুন্দর। তিনি যখন রানাঘাট রেল স্টেশনে ভবঘুরের মতো গান গেয়ে বেড়াতেন তখন তার এই কন্ঠস্বরই তাকে পৌঁছে দেয় জীবনের সাফল্যের চূড়ায়। নদীয়া থেকে তিনি পাড়ি দেন বলিউডে। তবে তার এই সফল দীর্ঘস্থায়ী হয়নি তা সকলেই জানেন।
রানু মন্ডল যেসকল সোশ্যাল মিডিয়ার দর্শকদের দৌলতেই সাফল্যের শীর্ষ চূড়ায় উঠেছিলেন তাদের কাছেই তিনি বিরক্তির কারণ হয়ে দাঁড়ান। এর পিছনে রানু মন্ডলের দম্ভ এবং তার স্বভাব চরিত্রকেই দায়ী করেছেন তার অনুরাগীরা। এসব এখন অতীত হলেও সম্প্রতি রানু মন্ডলকে ফের একবার লাইন লাইটে এনে দিয়েছে কয়েকটি ছবি।
দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় একেবারে রানু মন্ডলের মতোই এক মহিলার ছবি ঘুরে বেড়াচ্ছে। এই ছবি দেখে অনেকেই তা রানু মন্ডলের বোন বলে মনে করছেন। কারণ ওই মহিলাকে একেবারেই রানু মন্ডলের মতোই দেখতে এবং পুজোর আগে দেখা যায় দুধ সাদা পোশাক, হীরের গয়না আর দুর্দান্ত মেকআপে। এই নিয়েই এখন মজেছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা।
তবে জানেন কি, ওই মহিলা কোনভাবেই রানু মন্ডলের বোন অথবা তার সঙ্গে সম্পর্কিত কেউ নন। সোশ্যাল মিডিয়ায় একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করে রানু মন্ডল নাম দিয়ে তার মতই ছবি পোস্ট করা হচ্ছে এবং সেগুলি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমনকি ওই মহিলা কে তা সম্পর্কেও স্পষ্টভাবে কোথাও কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে কোন রকম উদ্দেশ্য প্রণোদিতভাবেই এমন ছবি পোস্ট করা হচ্ছে। ওই মহিলা কে? তা নিয়েই শুরু হয়েছে খোঁজ।