এই টোটকাই নিজের ফোন থেকেই কনফার্ম হতে পারে তৎকাল টিকিট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেড়শ কোটি জনসংখ্যার দেশে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের উপর নির্ভর করে যাতায়াত করেন। বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের দিকে তাকিয়ে রেল পরিষেবাকে গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। ট্রেনে এই বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের জন্য টিকিটের চাহিদা সবসময় থাকে তুঙ্গে।

Advertisements

অন্যদিকে জরুরি ভিত্তিতে ট্রেনের টিকিট যাতে পাওয়া যায় তার জন্য ভারতীয় রেলের তরফ থেকে রাখা হয়েছে একটি অপশন তৎকাল। তবে তৎকাল টিকিট বুকিং করতে হিমশিম খেতে হয় যাত্রীদের। মুহূর্তের মধ্যে এই তৎকাল টিকিট বিক্রি হয়ে যায়। যে কারণে অধিকাংশ যাত্রীরা এই দেখা যায় তৎকাল টিকিট বুকিং করার জন্য বাড়তি টাকা দিয়ে এজেন্টের কাছে ছুটেন।

Advertisements

তবে কিছু টোটকা রয়েছে যার মাধ্যমে সহজেই নিজের ফোন থেকে তৎকাল কনফার্ম টিকিট পাওয়া যেতে পারে। এর জন্য নিজের মোবাইলে থাকতে হবে আইআরসিটিসি অ্যাপ এবং একটি UPI পেমেন্ট অ্যাপ। এই আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট বুকিং করার আগে বেশ কিছু জিনিস তৈরি রাখতে হবে যাত্রীদের।

Advertisements

টিকিট বুকিং করার সময় আইআরসিটিসি অ্যাপে যাত্রীদের নাম, বয়স এবং অন্যান্য তথ্য দিতে অনেক সময় লাগে। এর জন্য আগে থেকেই মাস্টার লিস্ট তৈরি করে রাখতে হবে। এই My Master List লিস্ট পাওয়া যায় My Account এর মধ্যে। তবে একটি তৎকাল টিকিটের সর্বোচ্চ চারজন যাত্রী টিকিট বুকিং করা যায়।

তৎকাল এসি টিকিট বুকিং করার জন্য সকাল ১০টায় এবং নন এসি টিকিট বুকিং করার জন্য সকাল ১১টায় বুকিং খুলে দেওয়া হয়। এই সময় ওয়েবসাইট ব্যবহার না করে আইআরসিটিসি অ্যাপ ব্যবহার করলে তাড়াতাড়ি লগইন এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়। দ্রুত পেমেন্ট করে টিকিট পাওয়ার ক্ষেত্রে আগে থেকেই ইউপিআই আইডি কপি করে রাখতে হবে। কার্ড ডিটেলস দিয়ে পেমেন্ট করা অনেক সময়সাপেক্ষ। তার জন্য ইউপিআই পেমেন্ট অপশন ব্যবহার করলে সময় অনেক বাঁচে।

Advertisements