মানুষকে শিক্ষা দিল হরিণ, ট্রাফিক নিয়ম মেনে পারাপার করল রাস্তা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন প্রত্যেককেই সুরক্ষিতভাবে যাতায়াত করার জন্য রয়েছে নির্দিষ্ট ট্রাফিক নিয়ম। তবে তাড়াহুড়ো অথবা অন্য কোন কারণে বহু ক্ষেত্রেই বুদ্ধিমান প্রাণী মানুষকে এই সকল নিয়ম মেনে চলতে দেখা যায় না। এই নিয়ে বিভিন্ন সময় তাদের জরিমানার সম্মুখীন হতে হয়।

Advertisements

মানুষদের মধ্যে বিভিন্ন সময় এই ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলাচল করতে দেখা গেলেও এবার একটি হরিণ দেখিয়ে দিল কিভাবে ট্রাফিক নিয়ম মেনে চলতে হয়। সম্প্রতি ওই হরিণের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে মুহূর্তের মধ্যে তা দর্শকদের নজর কাডে এবং ভাইরাল হয়।

Advertisements

হরিণের ওই ভাইরাল ভিডিওটি আপলোড করা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে। পাশাপাশি ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘Deer Zindagi’। আসলে এই ভিডিওটি আপলোড করে উত্তরপ্রদেশ পুলিশ বিশেষ বার্তা দিতে চেয়েছে।

Advertisements

উত্তর প্রদেশে পুলিশের তরফ থেকে জনপ্রিয় এক হিন্দি সিনেমার নাম উল্লেখ করে ‘ডিয়ার জিনদেগি!’ লেখার পাশাপাশি লেখা হয়েছে, “জীবন মূ্ল্যবান, ট্রাফিন আইন ভাঙলে মারাত্মক পরিণতি হতে পারে। ট্রাফিক আইন মেনে চলুন।”

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হরিণ রাস্তা পারাপারের জন্য রাস্তার পাশে এসে দাঁড়ায়। তারপর সে রাস্তায় কোন যানবাহন পার হচ্ছে কিনা তা দাঁড়িয়ে দেখে। যতক্ষণ যানবাহন যাতায়াত করছিল ততক্ষণ ওই হরিণটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে এবং যখন যানবাহন থেমে যায় তখন জেব্রা ক্রসিং দিয়ে ট্রাফিক নিয়ম মেনে রাস্তা পারাপার করে। এই ভিডিওটি স্বাভাবিকভাবেই নজর কেটেছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।

Advertisements