আসছে 5G, আপনার ফোনে কি রয়েছে সাপোর্ট, সহজে জানার পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টেলিকম দুনিয়ায় মুহূর্তে মুহূর্তে আসছে একাধিক পরিবর্তন। ভারতের মতো দেশে ১০০ কোটির বেশি মোবাইল ব্যবহারকারী হওয়ার কারণে বিশ্বের অন্যতম বৃহত্তম বাজার হিসাবে ধরা হয় ভারতকে। অন্যতম বৃহত্তম বাজার হওয়ার কারণে এই বাজারের দিকে তাকিয়ে সংস্থাগুলিও। যে কারণে ভারতে সময়ের সঙ্গে সঙ্গে নানান পরিবর্তন আসছে টেলিকম দুনিয়ায়।

Advertisements

সম্প্রতি ভারত সরকারের টেলিকম মন্ত্রণালয়ের তরফ থেকে 5G স্পেক্ট্রাম নিলাম করা হয়। এই এই নিলামে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করে নজর কেড়েছে Jio। এরপরেই রয়েছে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। এই নিলাম হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি 5G পরিষেবা আসতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

5G পরিষেবা এলেও 5G সাপোর্ট ফোন না থাকলে এই পরিষেবা পাবেন না ব্যবহারকারীরা। 5G নেটওয়ার্কে 4G নেটওয়ার্কের তুলনায় ডেটা স্পিড ১০ গুণ বেশি দেবে বলেই মনে করা হচ্ছে। আপনার স্মার্টফোন 5G সাপোর্ট কিনা তা সহজেই জেনে নেওয়া যেতে পারে।

Advertisements

এর জন্য প্রথমেই আপনার ফোনের Settings ওপেন করতে হবে। এরপর বেছে নিতে হবে SIM card & Network। সেখানে Preferred network type অপশনে ক্লিক করে দেখা যাবে আপনার স্মার্টফোনটি 5G সাপোর্ট কিনা। সেখানে যদি 5G থাকে তাহলে জানতে হবে আপনার ফোনটি 5G সাপোর্ট করে। এছাড়াও নিজের স্মার্টফোনের মডেল গুগলে লিখেও দেখে নিতে পারবেন ফোনটি 5G সাপোর্ট কিনা।

যদি এখানে কোথাও 5G না দেখায় তাহলে জানতে হবে আপনার ফোনটি 5G সাপোর্ট করে না। সেক্ষেত্রে আপনার সিম কার্ড 5G তে পরিবর্তন করে আলাদা করে খরচ করার প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে আপনি যদি 5G ব্যবহার করতে চান তাহলে নতুন ফোন কিনতে হবে।

Advertisements