নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর আগে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন ক্লাব সদস্যদের নিয়ে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করলেন। নেতাজী ইনডোর স্টেডিয়ামে তিনি এদিন সশরীরে উপস্থিত থাকার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার ক্লাব কর্তাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই প্রশাসনিক ও সমন্বয় বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ ঘোষণা করেন।
প্রথম ঘোষণা হিসেবে তিনি এই বছর ক্লাবগুলির অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। গত বছর এই অনুদানের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। এই বছর সেই অনুদানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার টাকা। গত বছরের তুলনায় এই বছর ১০ হাজার টাকা অনুদান বাড়লো।
এবার বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে বাঙালির দুর্গাপুজো। বিশেষ সম্মান দিয়েছে ইউনেস্কো। যার পরিপ্রেক্ষিতে এবার পুজোর একমাস আগে থেকেই শুরু হবে উদযাপন। পূজো কেমন হবে, রোডম্যাপ কেমন হবে, কার্নিভাল কবে সব ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী।
এই বছর ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে রাজ্যের ৪০৯২ টি পুজো মন্ডপ এবং কমিটিকে। ২০০০ এর বেশি পুজো রয়েছে মহিলা পরিচালিত। পুজো কমিটিগুলির আর্থিক চাপ কমানোর জন্য এই সকল ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
বিদ্যুতের ক্ষেত্রে পুজো মণ্ডপগুলির উপর গত বছর পর্যন্ত যে ৫০% ছাড় দেওয়া হতো তা এই বছর ১০% বাড়ানো হয়েছে। অর্থাৎ এই বছর বিদ্যুতের ছাড় পাওয়া যাবে ৬০%। পুজো মণ্ডপগুলির দমকলের খরচ লাগবে না। এছাড়াও বিজ্ঞাপনে কর দিতে হবে না। আগের মতই পুজোর আবেদন করা যাবে অনলাইনে।
এর পাশাপাশি সরকারি কর্মচারীদের সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর ছুটি শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর অর্থাৎ মহাপঞ্চমীর দিন। টানা সরকারি ছুটি চলবে ৫ অক্টোবর থেকে ১০ অক্টোবর লক্ষ্মীপুজো পর্যন্ত।