নিজস্ব প্রতিবেদন : দূর্গা পূজার আগে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর ও শহরতলীর পুজো উদ্যোক্তা এবং পুজো কমিটির সদস্য এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করেন। কলকাতার ইনডোর স্টেডিয়ামে সশরীরে উপস্থিত থেকে এই বৈঠক করার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার পুজো কমিটি ও পুজো উদ্যোক্তাদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন তিনি।
এবার দুর্গাপুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ ঘোষণা করেন পূজো উদ্যোক্তা ও ক্লাবগুলির পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য। পুজো উদ্যোক্তা এবং রেজিস্টার্ড ক্লাবগুলি জন্য এবার ৫০ হাজার টাকার পরিবর্তে ৬০ হাজার টাকা দেওয়া হবে বলে জানান। এছাড়াও বিদ্যুৎ খরচের ওপর ৭% ছাড়, বিনামূল্যে দমকল পরিষেবা সহ একাধিক সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেন।
অন্যদিকে সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান এবার টানা ১১ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও আয়োজিত হবে পুজো কার্নিভাল। অন্যদিকে ইউনেস্কো যে সম্মান দিয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ্যের সব জায়গায় হবে মিছিল।
পুজো কার্নিভালের আগে ইউনেস্কোর স্বীকৃতিকে সম্মান জানিয়ে ১ সেপ্টেম্বর রাজ্য জুড়ে একটি বিশাল মিছিলের আয়োজন করা হবে। কলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় ব্লকে ব্লকে, পৌরসভা এলাকায় এই মিছিলের আয়োজন করা হবে। কলকাতায় পূজো কার্নিভাল আয়োজিত হবে ৮ অক্টোবর। এর একদিন আগে অর্থাৎ ৭ অক্টোবর জেলাগুলিতে আয়োজিত হবে কার্নিভাল।
মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানান, এবারের পুজো কার্নিভাল কলকাতায় হবে ৮ অক্টোবর। ৭ তারিখে হবে জেলায় জেলায়। পাশাপাশি তিনি জানান, অক্টোবরের ৫, ৬, ৭ ও ৮ তারিখে বিসর্জনের দিন ঠিক করা হয়েছে।