পুজোয় ছুটি ১১ দিন, রয়েছে আরও, আর কি কি খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পুজোর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরু হয়ে হাজির হন সোমবার। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রশাসনিক ও সমন্বয় বৈঠকে তাকে একের পর এক ঘোষণা করতে দেখা যায়। এই সকল ঘোষণায় আনন্দে আত্মহারা পুজো উদ্যোক্তা, ক্লাব কমিটি থেকে সরকারি কর্মচারীরা।

Advertisements

পুজো উদ্যোক্তাদের জন্য এবার তিনি অনুদান গত বছরের তুলনায় ১০ হাজার টাকা বাড়িয়ে করেছেন ৬০ হাজার টাকা। বিদ্যুৎ খরচের ওপর ভর্তুকি গত বছরের তুলনায় ২০% বাড়িয়ে করেছেন ৬০ শতাংশ। এছাড়াও অন্যান্য বিভিন্ন দিকে দান খয়রাতি তো রয়েছেই। এর পাশাপাশি রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্যও সুখবর।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ১ সেপ্টেম্বর মহা মিছিলের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে পুজো প্রস্তুতি। আর মহালয়ার আগের দিন থেকে শুরু হয়ে যাবে পুজো। ১ সেপ্টেম্বর মহা মিছিলের দিন সরকারি অফিস কাছারি অর্ধদিবস হবে বলে জানিয়েছেন তিনি। বেলা ১ টায় স্কুল ছুটির পরামর্শ দিয়েছেন। পাশাপাশি সরকারি ছুটি নিয়েও এবার অন্যরকম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত থাকবে পুজোর ছুটি। কালী পুজোয় ছুটি পাওয়া যাবে দু’দিন। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর সরকারি কর্মচারীরা এবার দুর্গা পুজোর সময় লম্বা ট্যুরে যেতে পারবেন তা নিয়ে কোন সংশয় নেই।

অন্যদিকে এই বছর প্রতিমা নিরঞ্জন প্রসঙ্গে দিনক্ষণ ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জেলাগুলিতে ৫, ৬ এবং ৭ অক্টোবর প্রতিমা নিরঞ্জন এবং কার্নিভাল হবে। কলকাতায় কার্নিভাল হবে ৮ অক্টোবর।

Advertisements