৮০ কোটি মানুষের ত্রাতা কেন্দ্র, বাড়তে পারে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিনিয়ত বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। লাগামছাড়া এই মূল্য বৃদ্ধিতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে দেশের নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির। তবে শুধু ভারত নয়, বিশ্বজুড়ে চলছে এই ভয়ঙ্কর পরিস্থিতি।

Advertisements

এই ভয়ংকর পরিস্থিতিতে দেশের ৮০ কোটি মানুষের ত্রাতা হয়ে দাঁড়ালো কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে ফের একবার বাড়ানো হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ। করোনা কালে যখন মানুষ কাজ হারিয়ে বেকার অবস্থায় পড়ছিলেন, ছোট-বড় ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছিল বিপর্যয় সেই সময় কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছিল।

Advertisements

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মধ্য দিয়ে ২০২০ সালের এপ্রিল মাস থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রকল্প প্রথমদিকে তিন মাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো পর্যন্ত এই প্রকল্প চালানো হচ্ছে। এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে সেপ্টেম্বর মাস পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে।

Advertisements

করোনা কালে কেন্দ্রের এই পদক্ষেপ দেশের বহু মানুষকে অর্থ কষ্টে থাকা অবস্থায় দুবেলা দুমুঠো অন্ন জুগিয়েছে। আর এবার যখন মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেই সময় এই প্রকল্প নতুন করে তাদের কষ্ট লাঘব করছে। এবার এই প্রকল্প শেষ হওয়ার আগে সূত্র মারফৎ জানা যাচ্ছে, তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

এই প্রকল্পের আওতায় ৫ কেজি করে বিনামূল্যে চাল অথবা গম পান উপভোক্তারা। এর পাশাপাশি তারা নিজেদের কোটায় যে খাদ্য সামগ্রী পেতেন তাও পেয়ে থাকেন। সূত্রের খবর কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের মেয়াদ ইতিমধ্যেই বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে ঘোষণা করা হয়নি ঠিক কতদিন এই প্রকল্প চালানো হবে। মনে করা হচ্ছে, আগামী বছর মার্চ মাস পর্যন্ত চলতে পারে এই প্রকল্প।

Advertisements