বিশ্বের সবচেয়ে বড় দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা এখন কোথায়

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৫ সালে দুর্গাপূজোর আগে রাজ্যজুড়ে শুধু একটি পোস্টার জল্পনা তৈরি করেছিল। সেই পোস্টারে কেবলমাত্র লেখা ছিল ‘এত্ত বড়’, ‘সত্যিই এত বড়’। কৌতুহলপূর্ণ এই পোস্টার সম্পর্কে ধীরে ধীরে জানা যায় দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমার জন্যই এই বিজ্ঞাপন।

Advertisements

দেশপ্রিয় পার্কের এই বিজ্ঞাপন যেমন রাজ্যজুড়ে চমক তৈরি করেছিল ঠিক তেমনি পূজোর ক্ষেত্রেও তারা চমক দেখিয়েছিল। তাদের দুর্গা প্রতিমা ছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। যদিও এই পুজো শেষ পর্যন্ত বিতর্কিত পুজোর রূপ নেয়। বোধনের আগেই বিসর্জন! এত মানুষের ভিড় জমতে শুরু করে এই প্রতিমা দেখার জন্য যে দুর্ঘটনার আশঙ্কা করে পুজোর আগেই বেজে ওঠে বিদায়ের বাদ্যি।

Advertisements

২০১৫ সালের দেশপ্রিয় পার্কের এই প্রতিমা ছিল ৮৮ ফুটের। এত বড় এই দুর্গা প্রতিমা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল গঙ্গার পাড় থেকে টেমসের তীর পর্যন্ত। এই পুজোর মূল স্পন্সর স্টার সিমেন্টের সঙ্গে গাটছড়া বেঁধে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই বিশাল দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন কুমারটুলির শিল্পী মিন্টু পাল।

Advertisements

২০১৫ সালের এই ঘটনার কথা সকলের আশা করি মনে আছে। তবে প্রশ্ন হল ৮৮ ফুটের এই দুর্গা প্রতিমা এখন কোথায়? চাহিদা মত দর্শনার্থীরা এই দুর্গা প্রতিমা দেখতে না পেলেও পরে এই দুর্গা প্রতিমা পাকাপাকিভাবে সংরক্ষণের দাবি তোলা হয় শহরে। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সঙ্গে দেশপ্রিয় পার্ক পুজো কমিটি কর্তৃপক্ষের আলোচনা হয়। শোনা যাচ্ছিল, যাতে প্রত্যেকেই এই দুর্গা প্রতিমা দেখতে পান তার জন্য রবীন্দ্র সরোবর, ইকো পার্ক বা নিকো পার্কের মতো জায়গায় ফাইবার গ্লাসের এই বিপুলায়তন দুর্গা মূর্তির রাখার ব্যবস্থা করা হবে। এমনকি এই দুর্গা প্রতিমার প্রতি আকর্ষণ দেখে টেকনো ইন্ডিয়া, বিড়লার মতো সংস্থা এগিয়ে আসে। এও শোনা যাচ্ছিল, বাংলায় এর জায়গা না হলে হায়দ্রাবাদ বা রাজস্থানে ও এই দুর্গা প্রতিমা সংরক্ষণ করা হতে পারে।

কিন্তু সত্যি বলতে ৭ বছর পার হয়ে গেলেও এই দুর্গা প্রতিমার ঠিকানা এখন অজানা। প্রতিমা প্রস্তুতকারী শিল্পী মিন্টু পালের থেকে জানা যাচ্ছে, পুজো শেষ হওয়ার পর তিনি এই প্রতিমাটি স্টার সিমেন্টের হাতে তুলে দিয়েছিলেন। সেই প্রতিমা এখন কোথায় তা জানাতে পারবে ওই সিমেন্ট কর্তৃপক্ষই। যদিও একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা এই সিমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করলে তারাও কিছু জানাতে চান নি। বিশালাকৃতির এই দুর্গা প্রতিমার শেষ দেখা মিলেছিল ২০১৫ সালের ১৯ অক্টোবর। এরপর থেকেই এই প্রতিমা আজও নিরুদ্দেশ।

Advertisements