সুখবর, বাংলা থেকে দূরপাল্লার এই রুটে চলবে বিশেষ ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেড়শ কোটি দেশে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। যে কারণে ভারতীয় রেলকে ভারতের গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। ভারতীয় রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন নতুন পরিষেবা প্রদান করে।

Advertisements

যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে সেই রকমই এবার বাংলা থেকে দূরপাল্লার রুটে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এই দূরপাল্লার রুটটি হলো বাংলা থেকে বেঙ্গালুরু। শালিমার থেকে এই বিশেষ ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

Advertisements

০৬৫৯৭ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস নামে এই স্পেশাল ট্রেনটি বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল থেকে ২৪ অগস্ট সকাল ১০টা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। ২৫ অগস্ট সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শালিমার পৌঁছবে। ০৬৫৯৮ ট্রেনটি শালিমার থেকে ২৬ অগস্ট বেলা ১২টা ৪০ মিনিটে ছাড়বে এবং পর দিন রাত ৮টায় বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল পৌঁছবে।

Advertisements

যাত্রাপথে এই ট্রেনটি যে সকল স্টেশনে স্টপেজ দেবে, সেই সকল স্টেশনগুলি হল সাঁতরাগাছি, খড়গপুর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড জংশন, ব্রহ্মপুর, পলাসা, শ্রীকাকুলাম রোড, ভিজিয়ানগ্রাম জংশন, বিশাখাপত্তনম, রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া জংশন, ওঙ্গোল, রেনিগুন্টা জংশন, কাটপাডি জংশন, কৃষ্ণরাজপুরম।

এছাড়াও ভারতীয় রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালানোর। বিশেষ এই ট্রেনটি পরিষেবা দেবে আগামী বছর ২৮ জানুয়ারি পর্যন্ত। এই ট্রেনটি গুয়াহাটি থেকে প্রতি বুধবার এবং শনিবার রাত্রি নটায় ছাড়ে এবং কলকাতায় এসে পৌঁছায় পরদিন। অন্যদিকে কলকাতা থেকে এই ট্রেনটি ছাড়ে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার রাত ৯টা ৪০ মিনিটে।

Advertisements