নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি নির্ভরশীল ব্যাংকের ওপর। এই মুহূর্তে যে সকল ব্যাংক তাদের পরিষেবা দিয়ে আসছে সেগুলির মধ্যে অন্যতম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বর্তমানে এই ব্যাংক গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভারতে বিশেষ ভূমিকা পালন করছে।
এবার এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের জন্য দারুন একটি খবর দিল। এই সপ্তাহেই এই ব্যাংকের তরফ থেকে Pre-Qualified Credit Card চালু করার কথা ঘোষণা করা হয়েছে। একটি বিবৃতিতে এই ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, তাদের গ্রাহকরা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ PNB One অথবা ওয়েবসাইট বা ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার সাহায্যে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ব্যাঙ্কের তরফে এই ক্রেডিট কার্ড অফার করা হবে।
এই বিশেষ সুবিধা পাবেন সেই সকল গ্রাহকরা যারা চাকুরীজীবী এবং তাদের বেতন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টে আছে অর্থাৎ যে সকল চাকুরীজীবীদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। এই সকল গ্রাহকরায় এই Pre-Qualified Credit Card পাওয়ার সুযোগ পাবেন। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন গ্রাহকরা।
আবেদন করার সময় প্যান নম্বর, অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় অন্যান্য নথি দিতে হবে। আবেদনের পর ব্যাংক কর্তৃপক্ষ আবেদনকারী গ্রাহকের সমস্ত নথি খতিয়ে দেখবে এবং তিনি এই কার্ডের জন্য যোগ্য কিনা তা দেখার পর, যোগ্য হলে সেই গ্রাহকের হাতে এই বিশেষ কার্ড তুলে দেওয়া হবে।
ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই Pre-Qualified Credit Card পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল। এই পরিষেবার সুবিধা নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের কোনরকম পেপারস জমা দিতে হবে না অর্থাৎ সম্পূর্ণ পেপারলেস প্রক্রিয়া। এর মাধ্যমে গ্রাহকরা ক্রেডিট কার্ড ছাড়াও আরও একাধিক সুবিধা পাবেন। যেগুলি হল, রিওয়ার্ড পয়েন্ট, বীমা কভারেজ, হেলথ চেকআপ, স্পা, জিম সেশন ও হাই ক্রেডিট লিমিট ইত্যাদি।