ট্রেনে সফর নিয়ে আর চিন্তা নেই, RAC টিকিট থাকলেই কেল্লাফতে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১৫০ কোটির দেশে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে যাতায়াত করেন। ট্রেনের উপর এই বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের কারণে ভারতীয় রেলকে গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। এই পরিষেবাকে ভারতীয় রেল প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করার জন্য পদক্ষেপ এবং পরিকল্পনা গ্রহণ করছে।

Advertisements

তবে ট্রেনে প্রতিদিন এই বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করার কারণে সবচেয়ে বড় সমস্যা দেখা যায় টিকিট নিয়ে। বহু ক্ষেত্রেই দেখা যায় মাসখানেক আগে টিকিট বুকিং করলেও সিট কনফার্ম হয় না। এই পরিস্থিতিতে যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে এবার ভারতীয় রেল যে পদক্ষেপ নিয়েছে তা যাত্রীদের কাছে সুখবর।

Advertisements

কোন যাত্রীর কাছে যদি কনফার্ম টিকিট না থাকে অথচ তার কাছে RAC টিকিট থাকে তাহলে তিনি সফর করতে পারবেন। এছাড়াও ভারতীয় রেলের তরফ থেকে টিটিইদের হাতে তুলে দেওয়া হচ্ছে এমন এক মেশিন যার মাধ্যমে খালি বার্থের তথ্য টিটিই আপডেট করলেই তা পৌঁছে যাবে রেল বোর্ডে। এরপর পুনরায় সেই সিট ট্রেনের মধ্যেই যাত্রীদের দিয়ে দিতে পারবেন টিটিই।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে ইতিমধ্যেই কয়েকটি রুটের টিটিইদের হাতে SST মেশিন তুলে দেওয়া হয়েছে। এই সকল মেশিনের মাধ্যমে ট্রেনের মধ্যেই যাত্রীরা ট্রেনের খালি সিটের জন্য কনফার্ম টিকিট করিয়ে নিতে পারবেন। এমনকি এই মেশিনের মাধ্যমে যাত্রীরা যদি জরিমানার সম্মুখীন হন তাহলে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড বা ইউপিআই পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন।

ভারতীয় রেলের তরফ থেকে এই সকল একাধিক সিদ্ধান্ত গ্রহণ করার ফলে যাত্রা নিয়ে যে অনিশ্চয়তা দেখা যায় তা অনেকটাই দূর হবে এবং অনেক সময় যারা টিকিট না কেটে ট্রেনে চড়তে বাধ্য হন তারাও সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন।

Advertisements